4th February Bengali Current Affairs 2022
February Bengali Current Affairs 2022 |
4th February Bengali Current Affairs
1.বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে?ⓐ ৫ই ফেব্রুয়ারি
ⓑ ৪ঠা ফেব্রুয়ারি
ⓒ ৩রা ফেব্রুয়ারি
ⓓ ৬ই ফেব্রুয়ারি
2.National Institute of Electronics & Information Technology(NIELIT)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ যোগেশ শর্মা
ⓑ অশোক দেব
ⓒ নবকুমার রায়
ⓓ ড. মদন মোহন ত্রিপাঠী
3.ICC Spirit of Cricket Award 2021 জিতলেন Daryl Mitchell, তিনি কোন দেশের ক্রিকেটার?
ⓐ সাউথ আফ্রিকা
ⓑ ইংল্যান্ড
ⓒ নিউজিল্যান্ড
ⓓ অস্ট্রেলিয়া
4.ICC Women's ODI Batting Rankings-এ ভারতের মিথালী রাজ্যের স্থান কত?
ⓐ দ্বিতীয়
ⓑ প্রথম
ⓒ তৃতীয়
ⓓ পঞ্চম
5."India, that is Bharat: Coloniality, Civilisation, Constitution" শিরোনামে বই লিখলেন কে?
ⓐ মোহিত কুমার
ⓑ জে. সাই দীপক
ⓒ অর্জুন নন্দী
ⓓ শোভারাম বেশরা
6.সম্প্রতি "Hwasong-12" নামে ব্যালিস্টিক মিসাইলের টেস্ট ফায়ার করলো কোন দেশ?
ⓐ চীন
ⓑ দক্ষিণ কোরিয়া
ⓒ উত্তর কোরিয়া
ⓓ রাশিয়া
7.সম্প্রতি রামসার সাইটের অন্তর্ভুক্ত হলো Khijadia Wildlife Sanctuary এটি কোন রাজ্যে অবস্থিত?
ⓐ গুজরাট
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ পাঞ্জাব
ⓓ মধ্যপ্রদেশ
8.Defence Research and Development Laboratory(DRDL)-এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ ড. দশরথ রাম
ⓑ ড. জি. সতীশ রেড্ডি
ⓒ কে. সীভান
ⓓ জি. এ. শ্রীনিবাস মূর্তি
9.Britannia-র অ্যাডিশনাল ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন কে?
ⓐ উর্জিত প্যাটেল
ⓑ রাজনিস কুমার
ⓒ সদৃশ দাস
ⓓ রঘুরাম রাজন
10.বিশ্বের বৃহত্তম স্টিল উৎপাদক দেশের তকমা পুনরায় পেল কোন দেশ?
ⓐ রাশিয়া
ⓑ চীন
ⓒ ভারত
ⓓ সুইডেন
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link