ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান তালিকা PDF
| ভারতের বিভিন্ন উপত্যকা |
সুপ্রিয় বন্ধুরা,
আজ ভারতের বিভিন্ন উপত্যকা তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকার নাম ও অবস্থান দেওয়া হয়েছে বাংলা ভাষায়। ভূগোল ও সাধারণ জ্ঞানের অংশ হিসাবে উপত্যকা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন:- দুন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? আরাকু ভ্যালি কোথায় অবস্থিত? ইত্যাদি।
ভারতের বিভিন্ন উপত্যকা
| উপত্যকার নাম | অবস্থান |
|---|---|
| দামোদর উপত্যকা | ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ |
| আরাকু ভ্যালি | অন্ধ্রপ্রদেশ |
| দুন উপত্যকা | উত্তরাখণ্ড |
| সাইলেন্ট ভ্যালি | কেরালা |
| চুম্বি উপত্যকা | তিব্বত, চীন, ভুটান ও সিকিম সীমান্ত |
| নেওরা ভ্যালি | পশ্চিমবঙ্গ |
| নুব্রা ভ্যালি | লাদাখ, জম্মু-কাশ্মীর |
| কাংরা ভ্যালি | হিমাচলপ্রদেশ |
| ভ্যালি অফ ফ্লাওয়ার্স | উত্তরাখণ্ড |
| পাত্রাতু উপত্যকা | ঝাড়খন্ড |
| ইয়ামথাং ভ্যালি | সিকিম |
| জিরো উপত্যকা | অরুনাচলপ্রদেশ |
| বারাক উপত্যকা | আসাম |
| স্পিতি উপত্যকা | হিমাচলপ্রদেশ |
| কুলু উপত্যকা | হিমাচলপ্রদেশ |
| পার্বতী উপত্যকা | হিমাচলপ্রদেশ |
| লাহুল উপত্যকা | হিমাচলপ্রদেশ |
| তির্থান ভ্যালি | হিমাচলপ্রদেশ |
| জোহার উপত্যকা | উত্তরাখণ্ড |
| কামবাম উপত্যকা | তামিলনাড়ু |
| জুকো উপত্যকা | নাগাল্যান্ড |
| নীলম ভ্যালি | পাকিস্তান অধিকৃত কাশ্মীর |
| জানস্কর ভ্যালি | লাদাখ |
| ডিবং উপত্যকা | অরুনাচলপ্রদেশ |
উপত্যকার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: ভারতের বিভিন্ন উপত্যকা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 305 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link