Breaking







Sunday, December 24, 2023

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF || First Women of West Bengal

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
Hello Aspirants,
আজ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলাদের নামের তালিকাটি দেওয়া হয়েছে। কিছু কিছু চাকরির পরীক্ষাতে জিকের বিষয় হিসাবে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা

ক্ষেত্র পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
রাজ্যপাল পদ্মজা নাইডু
প্রথম শহীদ মাতঙ্গিনী হাজরা
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী
প্রথম অ্যাকাডেমী পুরস্কার মৈত্রেয়ী দেবী
প্রথম জেলাশাসক রানু ঘোষ
প্রথম দক্ষিণ মেরুযাত্রী সুদীপ্তা সেনগুপ্ত
প্রথম ডি. এস. সি. অসীমা চট্টোপাধ্যায়
প্রথম লেনিন শান্তি পুরস্কার অরুণা আসফ আলী
প্রথম পাইলট দূর্বা বন্দ্যোপাধ্যায়
প্রথম IAS রমা মজুমদার
প্রথম MA পাশ চন্দ্রমুখী বসু
প্রথম প্যারাসুট অবতরণ গীতা চন্দ্র
এভারেস্ট আরোহনকারী শিপ্রা মজুমদার
এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল
ব্যারিস্টার রোজিনা গুহ
প্রথম মিস ইউনিভার্স হন সুস্মিতা সেন
পত্রিকার সম্পাদিকা ভুবনমোহিনী দেবী
প্রথম ইঞ্জিনিয়ার ইলা ঘোষ
ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহা

সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: পশ্চিমবঙ্গের প্রথম মহিলা 
File Format: PDF
No. of Pages: 2
File Size: 398 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link