Breaking







Sunday, November 14, 2021

14th November Bengali Current Affairs 2021 || ১৪ই নভেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

14th November Bengali Current Affairs 2021:

14th November Bengali Current Affairs 2021
November Bengali Current Affairs 2021

1.রাজ্য সভার সেক্রেটারী জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজীব গৌবা
ⓑ রামাচারজুলু
ⓒ প্রমোদ চন্দ্র মোদী
ⓓ বিবেক বর্মন

2.কোন দেশের সেনা প্রধানকে ‘General of Indian Army’ পদে সম্মানিত করলেন রামনাথ কোবিন্দ?
ⓐ নেপাল
ⓑ চীন
ⓒ ভুটান
ⓓ বাংলাদেশ

3.সম্প্রতি Birmingham 2022 Commonwealth Games-এ এবার নতুন কোন খেলা প্রথম অন্তর্ভুক্ত হচ্ছে?
ⓐ পুরুষ ক্রিকেট
ⓑ কাবাডি
ⓒ স্কেটিং
ⓓ মহিলা ক্রিকেট

4.“Unshackling India” শিরোনামে বই লিখলেন কারা?
ⓐ সলমন খুরশিদ ও চেতন ভগৎ
ⓑ আদিল কুমার ও বিপ্লব সমাদ্দার
ⓒ সুবর্ণ সিং ও মনোতোষ পান্ডে
ⓓ অজয় চিব্বার ও সলমন আনিস

5.সম্প্রতি কোথায় মহারানী লক্ষ্মী বাই-এর স্ট্যাচুর উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী?
ⓐ উত্তরপ্রদেশে
ⓑ হরিয়ানা
ⓒ গুজরাট
ⓓ রাজস্থান

6.বিশ্বে প্রথম Merchant Shareholding Programme লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ BharatPe
ⓑ PhonePe
ⓒ Google pay
ⓓ Paytm

7.প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঞ্জাবি বিষয় বাধ্যতামূলক করলো কোন রাজ্য?
ⓐ মহারাষ্ট্র
ⓑ গুজরাট
ⓒ পাঞ্জাব
ⓓ অরুনাচলপ্রদেশ

8.কোন দেশের সাথে Shakti 2021 সেনা অনুশীলনের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত করছে ভারত?
ⓐ জার্মানি
ⓑ রাশিয়া
ⓒ ইজরায়েল
ⓓ ফ্রান্স

9.২০২২ সালে COP27 United Nations Climate Change Conference হোস্ট করবে কোন দেশ?
ⓐ তানজানিয়া
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ ইজিপ্ট
ⓓ জাপান

10.৫ বছরের জন্য International Law Commission-এ নির্বাচিত হলেন কে?
ⓐ বিমল প্যাটেল
ⓑ বিমল শর্মা
ⓒ বিমল কৌর
ⓓ বিমল চৌধুরী

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link