বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গার নাম PDF:
| বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গা |
নমস্কার,
আজ বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গার নাম তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে ঐতিহাসিক ব্যক্তি ও তাদের সঙ্গে সম্পর্কিত কিছু স্থানের নাম দেওয়া হয়েছে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেমন:- ফতেপুর সিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি কে? যীশু খ্রীস্টের সঙ্গে জড়িত স্থানের নাম কী? ইত্যাদি।
বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গার নাম
| স্থান | ব্যক্তির নাম |
|---|---|
| ফতেপুর সিক্রি | আকবর |
| শ্রীরঙ্গপত্তনম | টিপু সুলতান |
| পোরবন্দর | মহাত্মা গান্ধী |
| বেলুড় মঠ | রামকৃষ্ণ পরমহংসদেব |
| কপিলাবস্তু | গৌতমবুদ্ধ |
| লুম্বিনী | গৌতম বুদ্ধ |
| কুন্ডগ্রাম | মহাবীর |
| পাওয়াপুরী | মহাবীর |
| জেরুজালেম | যীশুখ্রীষ্ট |
| চিতোরগড় | মহারানা প্রতাপ |
| হলদিঘাট | মহারানা প্রতাপ |
| শান্তিনিকেতন | রবীন্দ্রনাথ ঠাকুর |
| কটক | সুভাষচন্দ্র বসু |
| কুশীনগর | গৌতম বুদ্ধ |
| মক্কা | হজরত মহম্মদ |
| ত্রিমূর্তি ভবন | জওহরলাল নেহরু |
| পুদুচেরী | অরবিন্দ ঘোষ |
| ওয়াটারলু | নেপোলিয়ন বোনাপার্ট |
| সেবাগ্রাম | মহাত্মা গান্ধী |
| জিরাডি | ড: রাজেন্দ্র প্রসাদ |
| কর্সিকা | নেপোলিয়ন বোনাপার্ট |
| বরদৌলি | সর্দার প্যাটেল |
| সিতাব দিয়ারা | জয়প্রকাশ নারায়ণ |
| তালওয়ান্ডি | গুরু নানক |
| পাবনার | বিনোবা ভাবে |
| ট্রাফলগড় | নেলসন |
| ম্যাসিডোনিয়া | আলেকজান্ডার |
| জালিয়ানওয়ালাবাগ | জেনারেল ডায়ার |
| সবরমতী | মহাত্মাগান্ধী |
| আনন্দ ভবন | জওহরলাল নেহেরু |
সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: ব্যক্তিদের সঙ্গে জড়িত জায়গার নাম
File Format: PDF
No. of Pages: 2
File Size: 317 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link