15th October Bengali Current Affairs 2021:
 |
October Bengali Current Affairs 2021 |
1.World Students' Day পালন করা হয় কবে?
১২ই অক্টোবর
১৫ই অক্টোবর
১৪ই অক্টোবর
১৮ই অক্টোবর
উত্তর:: ১৫ই অক্টোবর
এ.পি.জে. আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়
এবছরের থিম ছিল-"Learning for people, planet, prosperity and peace"
2.OYO কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কোন অ্যাথলেট?
অভিনব বিন্দ্রা
মীরা বাই চানু
দীপা মালিক
রিতেশ আগার্বাল
উত্তর:: দীপা মালিক
তিনি ২০১৬ প্যারালিম্পিকে গেমসে রুপোর মেডেল জিতেছেন
OYO-এর পুরো কথা- Oravel Stays Ltd
হেড কোয়ার্টার- গুরগাঁও, হরিয়ানা
প্রতিষ্ঠা সাল- ২০১৩
3.World Steel Association চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
রতন টাটা
রাজীব বানসাল
গৌতম আদানি
সজ্জন জিন্দাল
উত্তর:: সজ্জন জিন্দাল
তিনি JSW Steel Ltd.-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর
WSA-এর হেড কোয়ার্টার- ব্রাসেলস, বেলজিয়াম
প্রতিষ্ঠা সাল- ১৯৬৭
4.Global Hunger Index 2021-এ ভারতের স্থান কত?
১০১
১১০
৯৪
১১৬
উত্তর:: ১০১
5.কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ODI-এ সেঞ্চুরি করলেন Amy Hunter, তিনি কোন দেশের মহিলা ক্রিকেটার?
অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ড
আয়ারল্যান্ড
উত্তর:: আয়ারল্যান্ড
রাজধানী- ডাবলিন
মুদ্রার নাম- আইরিশ পাউন্ড
6.KKR-কে পরাজিত করে IPL 2021 ট্রফি জিতলো কোন দল?
CSK
RCB
MI
SRH
উত্তর:: CSK (Chennai Super Kings)
KKR-কে ২৭ রানে পরাজিত করেই এই ট্রফি জিতলো CSK
CSK-এর ক্যাপ্টেন- মহেন্দ্র সিং ধোনি
7.58th Renewable Energy Country Attractiveness Index 2021-এ ভারতের স্থান কত?
প্রথম
তৃতীয়
দ্বিতীয়
চতুর্থ
উত্তর:: তৃতীয়
এই ইনডেক্সে প্রথমস্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে আছে চীন
8.সারা ভারতে Micro ATM লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
State Bank of India
Punjab National Bank
Kotak Mahindra Bank
Paytm Payment Bank
উত্তর:: Kotak Mahindra Bank
হেড কোয়ার্টার- মুম্বাই
প্রতিষ্ঠা সাল- ২০০৩
বর্তমান CEO- উদয় কোটাক
9.নরেন্দ্র মোদীর উদ্বোধন করা PM Gati Shakti-National Master Plan-এর জন্য বরাদ্দ কত কোটি টাকা?
১০০ লক্ষ কোটি
২০ লক্ষ কোটি
৫৬ লক্ষ কোটি
১০ লক্ষ কোটি
উত্তর:: ১০০ লক্ষ কোটি টাকা
10.CK Prahalad Award জিতলেন কোন কোম্পানির CEO?
Microsoft
Google
Adobe
Facebook
উত্তর:: Microsoft
বর্তমান CEO- সত্য নাদেলা
হেড কোয়ার্টার- রেডমন্ড, ওয়াশিংটন
প্রতিষ্ঠা সাল- ১৯৭৫ সালের ৪ঠা এপ্রিল
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link