টোকিও প্যারা অলিম্পিক ২০২০ PDF:
![]() |
টোকিও প্যারালিম্পিক ২০২০ |
Hello,
আজ টোকিও প্যারা অলিম্পিক ২০২০ PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে প্যারালিম্পিকে ভারতের মেডেল জয় ও অন্যান্য তথ্য বাংলায় উপস্থাপন করা হয়েছে। আগত যাবতীয় চাকরির পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসবে; যেমন:- টোকিও প্যারা অলিম্পিকে ভারত কয়টি পদক জিতেছে? প্যারা অলিম্পিকে কোন দেশ সবথেকে বেশি মেডেল জিতেছেন? ইত্যাদি।টোকিও প্যারা অলিম্পিক ২০২০
❏ উদ্বোধন: ২৪শে আগস্ট ২০২১
❏ সমাপ্ত: ৫ই সেপ্টেম্বর ২০২১
❏ আয়োজক শহর: টোকিও, জাপান
❏ মোটো: “United by Emotion”
❏ মোট ক্রীড়াবিদ: ৪৪০৩ জন
❏ খেলার সংখ্যা: ২২টি খেলায়
❏ মোট মেডেল সংখ্যা: ৫৩৯টি
❏ উদ্বোধনকারী: জাপানের সম্রাট নারুহিতো
❏ প্যারা অলিম্পিক ম্যাসকট: Someity
❏ স্টেডিয়াম: জাপান ন্যাশনাল স্টেডিয়াম
❑ ভারতের খেলোয়াড় সংখ্যা: ৫৪ জন
❑ খেলায় অংশ নিয়েছিল: ৯টি খেলায়
❑ ভারতের থিম সং: “Kar De Kamaal Tu”
❑ গানটির রচয়িতা ও গায়ক: সঞ্জীব সিং
❑ সূচনা অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী: টেকচাঁদ
❑ সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী: অভনী লেখারা
❑ ভারতের প্রাপ্ত মেডেল: ১৯টি
❑ মেডেল ট্যালিতে ভারতের স্থান: ২৪
টোকিও প্যারা অলিম্পিকে ভারত
খেলোয়াড় | খেলা | পদক |
---|---|---|
অবনী লেখারা | শ্যুটিং | সোনা |
সুমিত আন্তিল | জ্যাভেলিন থ্রো | সোনা |
মনীশ নারওয়াল | শ্যুটিং | সোনা |
প্রমোদ ভগত | ব্যাডমিন্টন | সোনা |
কৃষ্ণ নাগর | ব্যাডমিন্টন | সোনা |
ভাভিনা প্যাটেল | টেবিল টেনিস | রুপো |
নিশাদ কুমার | হাই জাম্প | রুপো |
যোগেশ কাথুনিয়া | ডিসকাস থ্রো | রুপো |
দেবেন্দ্র ঝাঝারিয়া | জ্যাভেলিন থ্রো | রুপো |
মারিয়াপ্পান থাঙ্গাভেলু | হাই জাম্প | রুপো |
প্রবীণ কুমার | হাই জাম্প | রুপো |
সিংহরাজ আধানা | শ্যুটিং | রুপো |
সুহাস ইয়াথিরাজ | ব্যাডমিন্টন | রুপো |
সুন্দর সিং গুর্জার | জ্যাভেলিন থ্রো | ব্রোঞ্জ |
সিংহরাজ আধানা | শ্যুটিং | ব্রোঞ্জ |
শরদ কুমার | হাই জাম্প | ব্রোঞ্জ |
অবনী লেখারা | শ্যুটিং | ব্রোঞ্জ |
হারবিন্দর সিং | তিরন্দাজি | ব্রোঞ্জ |
মনোজ সরকার | ব্যাডমিন্টন | ব্রোঞ্জ |
সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে
File Details::
File Name: টোকিও প্যারা অলিম্পিক ২০২০
File Format: PDF
No. of Pages: 3
File Size: 483 KB
Click Here to Download
Khub sundor
ReplyDeleteVery much helpful.
ReplyDelete