বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য PDF:
![]() |
শস্য উৎপাদনে প্রথম রাজ্য তালিকা |
Hello Aspirants,
আজ বিভিন্ন শস্য উৎপাদনে প্রথম রাজ্য PDFটি প্রদান করছি, যেটিতে ভারতের বৃহত্তম শস্য বা ফসল উৎপাদক রাজ্যের নামের তালিকা দেওয়া হয়েছে, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী। কারেন্ট অ্যাফেয়ার্স এবং ভুগোলের অংশ হিসাবে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ধান উৎপাদনে প্রথম রাজ্যের নাম কী? আখ উৎপাদনে শীর্ষ রাজ্য কোনটি? ইত্যাদি।
শস্য উৎপাদনে প্রথম রাজ্য
ফসল | উৎপাদনে প্রথম |
---|---|
আলু | উত্তরপ্রদেশ |
সমস্ত সবজি | পশ্চিমবঙ্গ |
ধান | পশ্চিমবঙ্গ |
গম | উত্তরপ্রদেশ |
ভুট্টা | কর্নাটক |
আখ | উত্তরপ্রদেশ |
পাট | পশ্চিমবঙ্গ |
প্রাকৃতিক রাবার | কেরালা |
চা | আসাম |
কফি | কর্নাটক |
তামাক | অন্ধ্রপ্রদেশ |
নারকেল | কেরালা |
পেঁয়াজ | মহারাষ্ট্র |
রসুন | মধ্যপ্রদেশ |
রেশম | কর্নাটক |
বাদাম | গুজরাট |
কাজুবাদাম | মহারাষ্ট্র |
তৈলবীজ | মধ্যপ্রদেশ |
সরষে | রাজস্থান |
সয়াবিন | মধ্যপ্রদেশ |
সূর্যমুখী | কর্নাটক |
জোয়ার | মহারাষ্ট্র |
বাজরা | রাজস্থান |
রাগী | কর্নাটক |
মুগ ডাল | রাজস্থান |
মুসুর ডাল | মধ্যপ্রদেশ |
অরহর ডাল | মহারাষ্ট্র |
লঙ্কা | অন্ধ্রপ্রদেশ |
হলুদ | তেলেঙ্গানা |
আদা | মধ্যপ্রদেশ |
লবঙ্গ | তামিলনাড়ু |
দারুচিনি | কেরালা ও সিকিম |
স্যাফ্রনবা জাফরান | জম্মু-কাশ্মির |
বাঁশ | আসাম |
লিচু | বিহার |
কমলা লেবু | মধ্যপ্রদেশ |
আপেল | জম্মু-কাশ্মির |
আঙ্গুর | তেলেঙ্গানা |
পেয়ারা | মধ্যপ্রদেশ |
কলা | তামিলনাড়ু |
মাশরুম | উত্তরপ্রদেশ |
পোস্ত | উত্তরপ্রদেশ |
সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: শস্য উৎপাদনে প্রথম রাজ্য
File Format: PDF
No. of Pages: 3
File Size: 332 KB
Click Here to Download
আকরিক উৎপাদনের ওপর একটি pdf দিলে খুব উপকার হয়। 🙏🏼
ReplyDeleteQuestion ar level ta hard din sir.question din din hard hocha..
ReplyDelete