2021 যৌথ সামরিক অনুশীলন PDF | মহড়া:
![]() |
2021 যৌথ সামরিক অনুশীলন |
নমস্কার বন্ধুরা,
আজ 2021 যৌথ সামরিক অনুশীলন PDFটি শেয়ার করছি, যেটিতে ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া সামরিক মহড়া গুলির তালিকা দেওয়া হয়েছে বাংলা ভাষায়। পুলিশ ও অন্যান্য চাকরির পরীক্ষাতে মিলিটারী এক্সারসাইজ থেকে প্রশ্ন আসে। যেমন:- কোন দেশের সাথে Varuna 2021 অনুষ্ঠিত করলো ভারত? ভারতের সাথে কোন দেশ Indra 2021-এ অংশ নিল? ইত্যাদি।
2021 যৌথ সামরিক মহড়া
যৌথ অনুশীলন | দেশ |
---|---|
Varuna 2021 | ভারত ইও ফ্রান্স |
TTX-2021 | ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ |
DUSTLIK II | ভারত ও উজবেকিস্তান |
Yudh Abhyas | ভারত ও আমেরিকা |
Desert Knight-21 | ভারত ও ফ্রান্স |
khanjar | ভারত ও কিরগিস্তান |
Sky Guardians 1 | পাকিস্তান ও ইজিপ্ট |
Indra 2021 | ভারত ও রাশিয়া |
Konkan 2021 | ভারত ও ইংল্যান্ড |
Zair-Al-Bahr | ভারত ও কাতার |
Vajra Prahar 2021 | ভারত ও আমেরিকা |
36th CORPAT | ভারত ও ইন্দোনেশিয়া |
AL-MOHED AL-HINDI 2021 | ভারত ও সৌদি আরব |
Zayed Talwar Exercise 2021 | ভারত ও UAE |
Passage | ভারত ও ইন্দোনেশিয়া |
সামরিক অনুশীলনের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: যৌথ সামরিক অনুশীলন
File Format: PDF
No. of Pages: 2
File Size: 428 KB
Click Here to Download
Great
ReplyDelete