Breaking







Tuesday, September 26, 2023

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন PDF || Environmental Movements in India

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন সমূহ PDF

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন PDF
ভারতের পরিবেশ আন্দোলন
Hello Friends,
আজ ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে পরিবেশ রক্ষার্থে ভারতে সংঘটিত সমস্ত আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। প্রাইমারি টেট ও অন্যান্য পরীক্ষায় পরিবেশ বিজ্ঞানের অংশ হিসাবে পরিবেশ আন্দোলন থেকে প্রশ্ন আসে; যেমন:- চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? মেধা পাটেকর কোন আন্দোলনের নেত্রী ছিলেন? ইত্যাদি।

ভারতের পরিবেশ আন্দোলন


বিষ্ণই আন্দোলন

■ সাল: ১৭৩০
■ স্থান: খেজারলি, মারওয়ার এলাকা, রাজস্থান
■ নেতৃত্ব: অমৃতা দেবী
■ তথ্য: রাজার নতুন প্রাসাদ তৈরির জন্য পবিত্র গাছ কাটা বন্ধের উদ্দেশ্যেই এই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অংশ নেওয়া ৩৬৩ জন মানুষ মারা গিয়েছিল সৈন্যদের হাতে।


চিপকো আন্দোলন

■ সাল: ১৯৭৩
■ স্থান: উত্তরাখন্ডের চামোলি এবং পরে তেহরি গাড়ওয়াল জেলা
■ নেতৃত্ব: সুন্দরলাল বহুগুণা, চন্ডি প্রসাদ ভট্ট, গৌরী দেবী, সুদেষ্ণা দেবী
■ তথ্য: ঠিকাদারদের হাত থেকে হিমালয়ের পাদদেশে গাছগুলিকে বাঁচানোই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। 


সাইলেন্ট ভ্যালি আন্দোলন

■ সাল: ১৯৭৮
■ স্থান: পালাকর, কেরালা
■ নেতৃত্ব: কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, কবি সুগাথা কুমারী প্রমুখ
■ তথ্য: চিরহরিৎ সাইলেন্ট ভ্যালি অঞ্চলের গাছ কেটে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রতিবাদেই এই আন্দোলনের সূচনা হয়।


জঙ্গল বাঁচাও আন্দোলন

■ সাল: ১৯৮২
■ স্থান: বিহারের সিংভুম জেলা
■ নেতৃত্ব: স্থানীয় উপজাতিরা
■ তথ্য: শাল গাছের জঙ্গল কাটা বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন।


আপ্পিকো আন্দোলন

■ সাল: ১৯৮৩
■ স্থান: উত্তর কান্নাডা, শিমোগো জেলা, কর্নাটক
■ নেতৃত্ব: পান্ডুরঙ্গ হেগড়ে
■ তথ্য: প্রাকৃতিক জঙ্গল রক্ষার উদ্দেশ্যেই এই আন্দোলন সংঘটিত হয়েছিল


নর্মদা বাঁচাও আন্দোলন

■ সাল: ১৯৮৫
■ স্থান: গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র
■ নেতৃত্ব:  মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায়
■ তথ্য: নর্মদা নদীতে বাঁধ তৈরির ফলে গৃহহীন পরিবার গুলির পুনর্বাসনের দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছিল।


তেহরি বাঁধ সংঘাত

■ সাল: ১৯৯০
■ স্থান: উত্তরাখন্ডের তেহরি জেলার ভাগীরথী নদী
■ নেতৃত্ব: সুন্দরলাল বহুগুনা
■ তথ্য:তেহরি বাঁধ নির্মান বন্ধ করার জন্যই এই মুভমেন্ট।



পরিবেশ আন্দোলনের সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে

File Details::
File Name: ভারতের পরিবেশ আন্দোলন
File Format: PDF
No. of Pages: 1
File Size: 331 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link