ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন সমূহ PDF
![]() |
ভারতের পরিবেশ আন্দোলন |
Hello Friends,
আজ ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে পরিবেশ রক্ষার্থে ভারতে সংঘটিত সমস্ত আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। প্রাইমারি টেট ও অন্যান্য পরীক্ষায় পরিবেশ বিজ্ঞানের অংশ হিসাবে পরিবেশ আন্দোলন থেকে প্রশ্ন আসে; যেমন:- চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? মেধা পাটেকর কোন আন্দোলনের নেত্রী ছিলেন? ইত্যাদি।
ভারতের পরিবেশ আন্দোলন
বিষ্ণই আন্দোলন
■ সাল: ১৭৩০
■ স্থান: খেজারলি, মারওয়ার এলাকা, রাজস্থান
■ নেতৃত্ব: অমৃতা দেবী
■ তথ্য: রাজার নতুন প্রাসাদ তৈরির জন্য পবিত্র গাছ কাটা বন্ধের উদ্দেশ্যেই এই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অংশ নেওয়া ৩৬৩ জন মানুষ মারা গিয়েছিল সৈন্যদের হাতে।
চিপকো আন্দোলন
■ সাল: ১৯৭৩
■ স্থান: উত্তরাখন্ডের চামোলি এবং পরে তেহরি গাড়ওয়াল জেলা
■ নেতৃত্ব: সুন্দরলাল বহুগুণা, চন্ডি প্রসাদ ভট্ট, গৌরী দেবী, সুদেষ্ণা দেবী
■ তথ্য: ঠিকাদারদের হাত থেকে হিমালয়ের পাদদেশে গাছগুলিকে বাঁচানোই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য।
সাইলেন্ট ভ্যালি আন্দোলন
■ সাল: ১৯৭৮
■ স্থান: পালাকর, কেরালা
■ নেতৃত্ব: কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, কবি সুগাথা কুমারী প্রমুখ
■ তথ্য: চিরহরিৎ সাইলেন্ট ভ্যালি অঞ্চলের গাছ কেটে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রতিবাদেই এই আন্দোলনের সূচনা হয়।
জঙ্গল বাঁচাও আন্দোলন
■ সাল: ১৯৮২
■ স্থান: বিহারের সিংভুম জেলা
■ নেতৃত্ব: স্থানীয় উপজাতিরা
■ তথ্য: শাল গাছের জঙ্গল কাটা বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন।
আপ্পিকো আন্দোলন
■ সাল: ১৯৮৩
■ স্থান: উত্তর কান্নাডা, শিমোগো জেলা, কর্নাটক
■ নেতৃত্ব: পান্ডুরঙ্গ হেগড়ে
■ তথ্য: প্রাকৃতিক জঙ্গল রক্ষার উদ্দেশ্যেই এই আন্দোলন সংঘটিত হয়েছিল
নর্মদা বাঁচাও আন্দোলন
■ সাল: ১৯৮৫
■ স্থান: গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র
■ নেতৃত্ব: মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায়
■ তথ্য: নর্মদা নদীতে বাঁধ তৈরির ফলে গৃহহীন পরিবার গুলির পুনর্বাসনের দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছিল।
তেহরি বাঁধ সংঘাত
■ সাল: ১৯৯০
■ স্থান: উত্তরাখন্ডের তেহরি জেলার ভাগীরথী নদী
■ নেতৃত্ব: সুন্দরলাল বহুগুনা
■ তথ্য:তেহরি বাঁধ নির্মান বন্ধ করার জন্যই এই মুভমেন্ট।
পরিবেশ আন্দোলনের সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে
File Details::
File Name: ভারতের পরিবেশ আন্দোলন
File Format: PDF
No. of Pages: 1
File Size: 331 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link