Breaking







Sunday, August 22, 2021

21st & 22nd August Bengali Current Affairs 2021 || ২১শে ও ২২শে আগস্ট ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

21st & 22nd August Bengali Current Affairs 2021:

21st & 22nd August Bengali Current Affairs 2021
August Bengali Current Affairs 2021

1.পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ আইপিএস বীরেন্দ্র
ⓑ বিপ্লব ভদ্র
ⓒ মণীশ রঞ্জন তিওয়ারি
ⓓ বিজয় ভূষণ বিশ্বাস

2.2021 Global Crypto Adoption Index-এ ভারতের স্থান কত?
ⓐ ৩৪
ⓑ ২
ⓒ ৭
ⓓ ১২

3.ভারতে Amazon Alexa-র জন্য কোন বলিউড অভিনেতার ভয়েস ব্যবহৃত হবে?
ⓐ আমির খান
ⓑ অমিতাভ বচ্চন
ⓒ অমরেশ পুরী
ⓓ শক্তি কাপুর

4.বায়ুদূষণ কমাতে ভারতের প্রথম Smog Tower কথায় স্থাপন করা হলো কোথায়?
ⓐ কর্ণাটক
ⓑ মহারাষ্ট্র
ⓒ কলকাতা
ⓓ দিল্লি

5.Faridabad Smart City Limited তাদের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হিসেবে কোন কমিক চরিত্রকে নিযুক্ত করলো?
ⓐ ছোটা ভিম
ⓑ মোটু পাতলু
ⓒ চাচা চৌধুরী
ⓓ কাকাবাবু

6.তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সুধীর চক্রবর্তী
ⓑ অপূর্ব চন্দ্র
ⓒ সুশীল চন্দ্র
ⓓ মনোজ মিত্র

7.কোন রাজ্যের জন্য আলাদাভাবে Civil Services Exam Centre তৈরি করার ঘোষণা করলো কেন্দ্র?
ⓐ দিল্লি
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ লাদাখ
ⓓ বিহার

8.উত্তরপ্রদেশের আলীগড়ের নাম পরিবর্তন করে কী নাম রাখা হচ্ছে?
ⓐ আলিপুর
ⓑ শ্রীরাম পুর
ⓒ বৈদেহী
ⓓ হরিগড়

9.Institute of Economic Growth (IEG) Society-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ এন.ভি রামানা
ⓑ গীতা গোপীনাথ
ⓒ রঘুরাম রাজন
ⓓ এন.কে. সিং

10.ভারতের সাথে কোন দেশ Zair-Al-Bahr নামে নৌসেনা মহড়ার দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত করছে?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ কাতার
ⓒ বাহরাইন
ⓓ ওমান

11.ভারতে Small Business Loans Initiative লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ গুগল
ⓑ ফেসবুক
ⓒ মাইক্রোসফট
ⓓ অ্যাপেল

12.শান্তি লাল জৈন কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ Axis Bank
ⓑ HDFC Bank
ⓒ IDFC First Bank
ⓓ Indian Bank

13.কোন দেশে UPI পরিষেবা লঞ্চ করার জন্য Mashreq Bank-এর সঙ্গে টাই আপ করলো NPCI International Payments Ltd (NIPL)?
ⓐ নেপাল
ⓑ ভুটান
ⓒ সংযুক্ত আরব আমিরাত
ⓓ পাকিস্তান

14.বিশ্বে প্রথম দেশ হিসাবে ফসিল-ফ্রি স্টিল বা গ্রীন স্টিল তৈরি করবে কে?
ⓐ জাপান
ⓑ রাশিয়া
ⓒ ইজরায়েল
ⓓ সুইডেন

15.Ismail Sabri Yaakob কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ নেপাল
ⓑ মালেশিয়া
ⓒ আফগানিস্তান
ⓓ ইরাক

16.সম্প্রতি কোন দেশে Online Privacy Law পাশ করা হলো?
ⓐ চীন
ⓑ ভারত
ⓒ বাংলাদেশ
ⓓ দক্ষিণ কোরিয়া

17.প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যানের জন্য কত লক্ষ কোটি টাকা খরচ করা হবে?
ⓐ ৫০ লক্ষ কোটি
ⓑ ১০০ লক্ষ কোটি
ⓒ ৬৫ লক্ষ কোটি
ⓓ ২০ লক্ষ কোটি

18.‘Gorakh Dhanda’ শব্দটি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য সরকার?
ⓐ পাঞ্জাব
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ গুজরাট
ⓓ হরিয়ানা

19.ভারতের সিনিয়র মহিলা ফুটবল টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ জন রাসেল
ⓑ দামিত্রি পিক্সেল
ⓒ থমাস ডেনেরবী
ⓓ কেউই নন

20.দেশে কত গুলি হ্যান্ডলুম ডিজাইন রিসোর্স সেন্টার তৈরির সিদ্ধান্ত নিলো কেন্দ্র?
ⓐ ১২টি
ⓑ ১০টি
ⓒ ১৪টি
ⓓ ৯টি

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link