18th & 19th August Bengali Current Affairs 2021:
![]() |
Bengali Current Affairs 2021 |
ⓐ পুসা
ⓑ কটক
ⓒ পুনে
ⓓ লখনৌ
2.সম্প্রতি ছত্তিশগড়ের কত গুলি নতুন জেলা ঘোষিত হলো?
ⓐ ৩টি
ⓑ ৫টি
ⓒ ৪টি
ⓓ ২টি
3.19th Spilimbergo Open Chess Tournament জিতলো ভারতের কোন দাবাড়ু?
ⓐ কোনেরু হামপি
ⓑ বিশ্বনাথন আনন্দ
ⓒ রৌনক সদ্বানী
ⓓ নিহাল সারিন
4.সম্প্রতি Hakainde Hichilema, কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন?
ⓐ নিকারাগুয়া
ⓑ জাম্বিয়া
ⓒ পেরু
ⓓ আফগানিস্তান
5.e-crop survey ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ মহারাষ্ট্র
ⓑ তেলেঙ্গানা
ⓒ কর্ণাটক
ⓓ মধ্যপ্রদেশ
6.সম্প্রতি Muhyiddin Yassin কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?
ⓐ মালদ্বীপ
ⓑ মালেশিয়া
ⓒ শ্রীলংকা
ⓓ ইরাক
7."Ramrao: The Story of India’s Farm Crisis” শিরোনামে বই লিখলেন কে?
ⓐ গোবিন্দ বিহারী চৌধুরী
ⓑ সঞ্জয় পান্ডে
ⓒ জয়দীপ হার্দিকার
ⓓ মনোজ মিত্র
8.‘SAGO’ নামে অ্যাডভাইসরী গ্রুপ গঠন করলো কোন সংস্থা?
ⓐ WHO
ⓑ UNESCO
ⓒ NATO
ⓓ UNO
9.সারা দেশে কত গুলি বন্দে ভারত ট্রেন চালু করার ঘোষণা করলো নরেন্দ্র মোদী?
ⓐ ৫৭টি
ⓑ ৭৫টি
ⓒ ৩৯টি
ⓓ ৫৮টি
10.উত্তরাখণ্ড রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ স্মৃতি মন্ধনা
ⓑ মীরা বাই চানু
ⓒ বন্দনা কাটারিয়া
ⓓ পিভি সিন্ধু
11.World Photography Day পালন করা হয় কবে?
ⓐ ১৯শে জুন
ⓑ ১৯শে আগস্ট
ⓒ ২৯শে জুলাই
ⓓ ৯ই সেপ্টেম্বর
12.Jio MAMI Film Festival-এর চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
ⓐ দীপিকা পাডুকোন
ⓑ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
ⓒ কিয়ারা আদভানি
ⓓ ঐশ্বর্য্য রাই বচ্চন
13.Amway India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অলিম্পিক জয়ী?
ⓐ নিরাজ চোপড়া
ⓑ পিভি সিন্ধু
ⓒ লভলিনা বর্গহাইন
ⓓ মীরা বাই চানু
14.সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর?
ⓐ লাদাখ
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ লাক্ষাদ্বীপ
ⓓ পুদুচেরি
15.কোন দেশের সাথে ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত?
ⓐ জাপান
ⓑ রাশিয়া
ⓒ মালদ্বীপ
ⓓ ইংল্যান্ড
16.সম্প্রতি কোন রাজ্য সরকার জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করলো?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ উড়িষ্যা
ⓒ গুজরাট
ⓓ অন্ধ্রপ্রদেশ
17.সম্প্রতি প্রয়াত Maki Kaji, কোন পাজল গেমের স্রষ্টা ছিলেন?
ⓐ ক্যান্ডি ক্রাশ
ⓑ সুডোকু
ⓒ রুবিকস কিউব
ⓓ ব্রেন টিজার
18.আরও কত বছরের জন্য ভারতের জাতীয় হকি টিমের স্পনসর হবে উড়িষ্যা সরকার?
ⓐ ১২ বছর
ⓑ ৫ বছর
ⓒ ১০ বছর
ⓓ ৭ বছর
19."The Dream of Revolution: A Biography of Jayaprakash Narayan” শিরোনামে বই লিখলেন কে?
ⓐ সুজাতা প্রসাদ
ⓑ মানপ্রীত সোধি
ⓒ কৃষ্ণেন্দু পাত্র
ⓓ অজয় শেঠ
20.কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন খেলোয়াড়?
ⓐ নীরাজ চোপড়া
ⓑ রবি কুমার দোহিয়া
ⓒ অভিনব বিন্দ্রা
ⓓ পারাত্তু রবীন্দ্রন সৃজেশ
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link