10th August Bengali Current Affairs 2021:
![]() |
Bengali Current Affairs 2021 |
ⓐ ৫ই আগস্ট
ⓑ ১৫ই আগস্ট
ⓒ ১০ই আগস্ট
ⓓ ১১ই আগস্ট
2.ক্যাবিনেট সেক্রেটারী রাজীব গৌবার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো?
ⓐ ১ বছর
ⓑ ২ বছর
ⓒ ৩ বছর
ⓓ ৪ বছর
3.HomeLane কোম্পানির প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?
ⓐ বিরাট কোহলি
ⓑ সুরেশ রায়না
ⓒ শচীন টেন্ডুলকার
ⓓ এম.এস. ধোনি
4.কোন দেশের সাথে ‘Zayed Talwar 2021’ নামে নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত?
ⓐ মালদ্বীপ
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ সংযুক্ত আরব আমিরাত
ⓓ সৌদি আরব
5.টেস্ট ক্রিকেটে সবথেকে উইকেট নেওয়া খেলোয়াড়দের তালিকায় James Anderson-এর স্থান কত?
ⓐ প্রথম
ⓑ তৃতীয়
ⓒ দ্বিতীয়
ⓓ চতুর্থ
6.“The Year That Wasn’t – The Diary of a 14-Year-Old” শিরোনামে বই লিখলো কে?
ⓐ সুকন্যা দাস
ⓑ বর্ষা যাদব
ⓒ মৌসুমী মজুমদার
ⓓ বৃশা জৈন
7.সম্প্রতি প্রয়াত অনুপম শ্যাম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ অভিনয়
ⓑ সঙ্গীত
ⓒ সংবাদ পরিবেশক
ⓓ ক্রিকেট
8.কোন দেশের INS-2B স্যাটেলাইটটি মহাকাশে লঞ্চ করবে ISRO?
ⓐ নেপাল
ⓑ শ্রীলংকা
ⓒ ভুটান
ⓓ মায়ানমার
9.টোকিও অলিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতলো?
ⓐ ৬টি
ⓑ ৭টি
ⓒ ৫টি
ⓓ ৮টি
10.ডিজেল হোম ডেলিভারি দেওয়ার জন্য "ফুয়েল হামসফর" ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা?
ⓐ IOCL
ⓑ HPCL
ⓒ BPCL
ⓓ কোনোটিই নয়
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link