বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব তালিকা || চিফ সেক্রেটারী:
![]() |
বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব |
প্রিয় বন্ধুগণ,
আজ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব তালিকা pdfটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের সমস্ত রাজ্যের বর্তমান ও নব নিযুক্ত চিফ সেক্রেটারিদের নামের তালিকা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয় হিসাবে এখান থেকে প্রশ্ন আসে; যেমন;- পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নাম কী? আসামের চিফ সেক্রেটারির নাম কী? ইত্যাদি।
বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব
রাজ্য | মুখ্য সচিব |
---|---|
পশ্চিমবঙ্গ | হরিকৃষ্ণ দ্বিবেদী |
আসাম | জীষ্ণু বরুয়া |
ত্রিপুরা | অলোক কুমার |
উড়িষ্যা | সুরেশ চন্দ্র মহাপাত্র |
অন্ধ্রপ্রদেশ | আদিত্যনাথ দাস |
অরুনাচলপ্রদেশ | নরেশ কুমার |
মধ্যপ্রদেশ | ইকবাল সিং বাইনস |
হিমাচলপ্রদেশ | অনিল কুমার খাচি |
বিহার | ত্রিপুরারী শরণ |
ঝারখন্ড | সুখদেব সিং |
উত্তরপ্রদেশ | রাজেন্দ্র কুমার তিয়ারী |
গুজরাট | অনিল মুকিম |
মহারাষ্ট্র | সীতারাম কুন্তে |
কেরালা | Joy Vazhayil |
তামিলনাড়ু | ভি. ইরাই আনবু |
কর্নাটক | পি. রবি কুমার |
পাঞ্জাব | বিনি মহাজন |
হরিয়ানা | বিজয় বর্ধন |
মেঘালয় | এম.এস. রাও |
মনিপুর | রাজেশ কুমার |
মিজোরাম | Lalnunmawia Chuaungo |
নাগাল্যান্ড | জে. আলম |
ছত্তিশগড় | সুব্রত সাহু |
রাজস্থান | নিরঞ্জন আর্য্য |
গোয়া | পরিমল রাই |
তেলেঙ্গানা | সোমেশ কুমার |
সিকিম | সুরেশ চন্দ্র গুপ্ত |
উত্তরাখণ্ড | অম প্রকাশ |
আন্দামান ও নিকোবর | জিতেন্দ্র নারায়ণ |
চন্ডিগড় | অরুণ কুমার গুপ্ত |
দাদরা ও নগর হাভেলি দমন ও দিউ | অনিল কুমার সিং |
জম্মু-কাশ্মির | অরুণ কুমার মেহতা |
লাদাখ | পবন কোটবাল |
লাক্ষাদ্বীপ | *** |
পুদুচেরী | অশ্বিনী কুমার |
দিল্লি | বিজয় কুমার দেব |
বি.দ্র:- এই তালিকাটি ০২/০৭/২০২১ তারিখ বানানো হলো। পরবর্তীকালে এই তথ্য পরিবর্তন হতে পারে।
মুখ্য সচিব বা চিফ সেক্রেটারীর সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: মুখ্য সচিব তালিকা
File Format: PDF
No. of Pages: 3
File Size: 546 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link