30th July Bengali Current Affairs 2021:
![]() |
Bengali Current Affairs 2021 |
ⓐ তেলেঙ্গানা
ⓑ কর্ণাটক
ⓒ আসাম
ⓓ মহারাষ্ট্র
2.Intrinsic নামে রোবোটিক্স কোম্পানী লঞ্চ করলো কোন পেরেন্ট কোম্পানী?
ⓐ Flipkart
ⓑ Alphabet Inc.
ⓓ Microsoft
3.কোন সম্প্রদায়ের মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে কেন্দ্র?
ⓐ দলিত সম্প্রদায়
ⓑ কাপু সম্প্রদায়
ⓒ সংখ্যা লঘু সম্প্রদায়
ⓓ রূপান্তরকামী সম্প্রদায়
4.International Clean Air Catalyst Programme-এর জন্য নির্বাচিত হলো ভারতের কোন শহর?
ⓐ পুনে
ⓑ ইন্দোর
ⓒ ভোপাল
ⓓ অযোধ্যা
5.মেঘালয়ের চেরাপুঞ্জিতে Greater Sohra Water Supply Scheme-এর উদ্বোধন করলেন কে?
ⓐ অমিত শাহ
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ গিরিশ চন্দ্র মুর্মু
ⓓ ধর্মেন্দ্র প্রধান
6.বৃহস্পতির কোন উপগ্রহে জলীয় বাষ্পের সন্ধান পেল নাসার হাবেল টেলিস্কোপ?
ⓐ গ্যানিমিড
ⓑ ইউরোপা
ⓒ মেটিস
ⓓ ক্যালিষ্ট
7.স্থানীয় ব্যবসায়ীদের বিদেশে ব্যবসা করতে সাহায্য করার জন্য “Mission Niryatak Bano” ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ হরিয়ানা
ⓓ রাজস্থান
8.‘India Versus China: Why They Are Not Friends’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ মনমোহন সিং
ⓒ শশী থারুর
ⓓ কান্তি বাজপাই
9.ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে কোন রাজ্যে?
ⓐ বিহার
ⓑ হরিয়ানা
ⓒ ছত্তিশগড়
ⓓ উড়িষ্যা
10.২০২১ সালের ডিসেম্বর মাসে BIMSTEC Summit অনুষ্ঠিত হতে চলেছে কোন দেশে?
ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ শ্রীলঙ্কা
ⓓ চীন
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link