বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তালিকা
![]() |
বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ |
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বিশ্বের বিভিন্ন দেশের লঞ্চ করা প্রথম স্যাটেলাইটের নাম উল্লেখ করা আছে। ক্যুইজ ও চাকরীর পরীক্ষাতে কৃত্রিম উপগ্রহের তালিকা থেকে প্রশ্ন আসতে দেখা যায় প্রায়ই। যেমন- ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? বিশ্বে প্রথম কৃত্রিম উপগ্রহ লঞ্চ করেছিল কোন দেশ? ইত্যাদি।
বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ
দেশের নাম | প্রথম কৃত্রিম উপগ্রহ |
---|---|
সোভিয়েত ইউনিয়ন | Sputnik 1 |
আমেরিকা যুক্তরাষ্ট্র | Explorer 1 |
যুক্তরাজ্য (UK) | Ariel 1 |
কানাডা | Alouette 1 |
ইতালী | San Marco 1 |
ফ্রান্স | Astérix |
অস্ট্রেলিয়া | WRESAT |
জাপান | Ohsumi |
চীন | Dongfanghong I |
স্পেন | Intasat |
ভারত | আর্যভট্ট |
ইন্দোনেশিয়া | Palapa A1 |
বাংলাদেশ | বঙ্গবন্ধু-১ |
পাকিস্তান | Badr-1 |
ব্রাজিল | Brasilsat A1 |
প্রথম কৃত্রিম উপগ্রহের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: প্রথম কৃত্রিম উপগ্রহ
File Format: PDF
No. of Pages: 2
File Size: 422 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link