Breaking







Thursday, October 5, 2023

বৌদ্ধ সম্মেলন তালিকা PDF || বৌদ্ধ সংগীতি

বৌদ্ধ সম্মেলন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ | তারিখ, স্থান, কার আমলে হয়েছিল

বৌদ্ধ সম্মেলন || বৌদ্ধ সংগীতি PDF
বৌদ্ধ সম্মেলন
Hello Friends,
আজ বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতি PDFটি দিচ্ছি, যেটিতে সমস্ত বৌদ্ধ সম্মেলনের সাল, স্থান এবং সভাপতির তালিকার সঙ্গে কার আমলে অনুষ্ঠিত হয়েছিল সেই তথ্য রয়েছে। বৌদ্ধ ধর্মের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। সেহেতু এখান পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন- প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে? কার আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়? ইত্যাদি।

বিভিন্ন বৌদ্ধ সম্মেলন


প্রথম বৌদ্ধ সম্মেলন

প্রশ্ন:: প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল?
উত্তর::- ৪৮৩ খ্রিষ্টপূর্বাব্দে

প্রশ্ন::  প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর::- রাজগৃহ

প্রশ্ন:: কার আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর::- অজাতশত্রু

প্রশ্ন:: প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর::- মহাকাশ্যপ


দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন

প্রশ্ন:: দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল?
উত্তর::- ৩৮৩ খ্রিষ্টপূর্বাব্দে

প্রশ্ন:: দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর:- বৈশালী

প্রশ্ন:: কার সময়ে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- কালাশোক

প্রশ্ন:: দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর:- সাবাকামি

তৃতীয় বৌদ্ধ সম্মেলন

প্রশ্ন:: তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর::- ২৫০ খ্রিষ্টপূর্বাব্দে

প্রশ্ন:: তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর:- পাটলিপুত্র

প্রশ্ন:: কার রাজত্ব কালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- অশোক

প্রশ্ন:: তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর:- উপগুপ্ত

চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা সংগীতি

প্রশ্ন:: চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল?
উত্তর:- ৭২ খ্রিষ্টাব্দে

প্রশ্ন:: চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর:- কাশ্মীর মতান্তরে জলন্ধরে

প্রশ্ন:: কোন রাজার আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- কণিষ্ক

প্রশ্ন:: চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর:- বসুমিত্র

এক নজরে বৌদ্ধ সম্মেলন

বৌদ্ধ সমেলনতথ্য
প্রথম সম্মেলনসাল- ৪৮৩ খ্রিষ্টপূর্বাব্দে
স্থান- রাজগৃহ
সভাপতি- মহাকাশ্যপ
যার রাজত্বকাল- অজাতশত্রু
দ্বিতীয় সম্মেলন সাল- ৩৮৩ খ্রিষ্টপূর্বাব্
স্থান- বৈশালী
সভাপতি- সাবাকামী
যার রাজত্বকাল- কালাশোক
তৃতীয় সম্মেলন সাল- ২৫০ খ্রিষ্টপূর্বাব্দে
স্থান- পাটলিপুত্র
সভাপতি- উপগুপ্ত
যার রাজত্বকাল- অশোক
চতুর্থ সম্মেলন সাল- ৭২ খ্রিষ্টাব্দে
স্থান- কাশ্মীর মতান্তরে জলন্ধর
সভাপতি- বসুমিত্
যার রাজত্বকাল- কণিষ্ক

বৌদ্ধ সম্মেলনের তথ্য গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বৌদ্ধ সম্মেলন
File Format: PDF
No. of Pages: 1
File Size: 306 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link