Breaking







Saturday, June 5, 2021

5th June 2021 Daily Current Affairs Dose in Bengali || ৫ই জুন ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

5th June 2021 Daily Current Affairs Dose in Bengali:

5th June 2021 Daily Current Affairs Dose in Bengali
Daily Current Affairs Dose in Bengali

1.বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে?
ⓐ ৫ই জুন
ⓑ ২২শে এপ্রিল
ⓒ ৫ই মে
ⓓ ২৫শে জুন

2.FIH World Rankings- ভারতীয় পুরুষ হকি টিমের স্থান কত?
ⓐ দ্বিতীয়
ⓑ তৃতীয়
ⓒ চতুর্থ
ⓓ প্রথম

3.বিশ্ব ব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় শিক্ষক?
ⓐ গৌরব মুনজল
ⓑ খান স্যার
ⓒ বাইজু রবীন্দ্রন
ⓓ রঞ্জিতসিং দিসালে

4.ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে মেয়েদের জন্য কত শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করছে বিহার সরকার?
ⓐ ৩০%
ⓑ ৩৩%
ⓒ ৩৫%
ⓓ ২৫%

5.সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তমার কোথায় Indus Best Mega Food Park-এর উদ্বোধন করলেন?
ⓐ গুয়াহাটি
ⓑ নৈনিতাল
ⓒ মহাবালেশ্বর
ⓓ রায়পুর

6.ভারতে আরও কত গুলি নতুন Flying Training Academy তৈরি হতে চলেছে?
ⓐ ১০টি
ⓑ ১১টি
ⓒ ৮টি
ⓓ ৫টি

7.সম্প্রতি অলোক কুমার কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ আসাম
ⓑ ত্রিপুরা
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ উড়িষ্যা

8.প্রথম Asia-Pacific Cybersecurity Council লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ Microsoft
ⓑ Facebook
ⓒ Google
ⓓ Apple

9.কৃষি জমির ডিজিটাল সার্ভে করার ঘোষণা করলো কোন রাজ্য সরকার?
ⓐ পাঞ্জাব
ⓑ তেলেঙ্গানা
ⓒ হরিয়ানা
ⓓ উত্তরপ্রদেশ

10.পাকিস্তানের সাথে যৌথভাবে Sky Guardians-1 নামে বায়ুসেনা মহড়া অনুষ্ঠিত করলো কোন দেশ?
ⓐ জর্ডান
ⓑ আফগানিস্তান
ⓒ ইজিপ্ট
ⓓ ইজরায়েল

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link