Bengali GK Dose Part-176 || বেঙ্গলী জিকে ডোজ:
![]() |
Bengali GK Dose |
1.কোন ফসলকে সোনালী আঁশ বলা হয়?
Ans:-পাট
2.জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?
Ans:-তবলা
3.উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদের নাম কী?
Ans:-মহারাষ্ট্রের লোনার হ্রদ
4.স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে/কে চায়?-উক্তিটি কার?
Ans:-রঙ্গলাল বন্দোপাধ্যায়
5."পকেট হারকিউলিস" নামে পরিচিত কে?
Ans:-মনোহর আইচ
6.ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন?
Ans:-কালিকট বন্দরে
7.পোলো খেলায় প্রতি দলে কজন করে খেলোয়াড় থাকে?
Ans:-৪ জন
8.ভারতের কোন মুখ্যমন্ত্রী "পি এস গোলে" নামে পরিচিত?
Ans:-প্রেম সিং তামাং(সিকিম)
9.অরণ্যের দিনরাত্রি কার লেখা?
Ans:-সুনীল গঙ্গোপাধ্যায়
10.ক্যাপ্টেন হকিন্স কার আমলে ভারতে আসেন?
Ans:-জাহাঙ্গীর
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link