Breaking







Thursday, May 18, 2023

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF

ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF

ভারতের রেলওয়ে জোন ও তার সদরদপ্তর
ভারতের রেলওয়ে জোন
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের রেলওয়ে জোন ও তার সদরদপ্তর তালিকা pdfটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের মোট ১৮টি রেলওয়ে জোনের নাম ও সেগুলির সদরদপ্তরের নাম দেওয়া আছে। Railway Group DNTPC পরীক্ষাতে প্রায়ই এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- ভারতে মোট কয়টি রেলওয়ে জোন আছে? দক্ষিন পূর্ব রেলের সদরদপ্তর কোথায় অবস্থিত? ইত্যাদি।

রেলওয়ে জোন ও তার সদর দপ্তর

জোনসদরদপ্তরবিভাগ
Central Railway মুম্বাইপুনে, সোলাপুর,
নাগপুর ও মুম্বাই
Eastern Railway কলকাতামালদা, হাওড়া,
শিয়ালদহ ও আসানসোল
East Central Railway Zone হাজিপুরদানাপুর, ধানবাদ, মুঘলসরাই,
সমস্তিপুর, সোনপুর
East Coast Railway ভুবনেশ্বরখুরদা রোড, সম্বলপুর,
বিশাখাপত্তনম
North Central Railway এলাহাবাদঝাঁসি, আগ্রা, এলাহাবাদ
North Eastern Railway গোরখপুরইজ্জতনগর, lokshnou, বারাণসী
North Western Railway জয়পুরজয়পুর, আজমের,
বিকানের, যোধপুর
Northeast Frontier Railway গুয়াহাটিআলিপুরদুয়ার,লামদিং, রঙ্গিয়া,
তিনসুকিয়া, কাটিহার
Northern Railway নিউ দিল্লিদিল্লি, আম্বালা, ফিরোজপুর,
লখনউ, মোরাদাবাদ
South Central Railway সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, নন্দেদ
South East Central Railway বিলাসপুরবিলাসপুর, রায়পুর, নাগপুর
South Eastern Railway গার্ডেন রিচ
(কলকাতা)
আর্দ্রা, চক্রধরপুর, খড়গপুর, রাঁচি
South Western Railway হুবলীহুবলি, বেঙ্গালুরু, মাইসুরু
Southern Railway চেন্নাইচেন্নাই, মাদুরাই, পলক্কড, সালেম,
তিরুচিরাপল্লি, তিরুবনন্তপুরম
West Central Railway জবলপুরজব্বলপুর, ভোপাল, কোটা
Western Railway চার্চ গেট
(মুম্বাই)
মুম্বাই সেন্ট্রাল, বরোদা, রাতলাম,
আমেদাবাদ, রাজকোট, ভাবনগর
Kolkata Metroকলকাতা
Southern Coast Railway বিশাখাপত্তনমবিজয়ওয়াদা, গুন্টুর, গুনতাকাল

রেলওয়ে জোনের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভারতের রেলওয়ে জোন
File Format: PDF
No. of Pages: 2
File Size: 431 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link