ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF
![]() |
ভারতের রেলওয়ে জোন |
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের রেলওয়ে জোন ও তার সদরদপ্তর তালিকা pdfটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের মোট ১৮টি রেলওয়ে জোনের নাম ও সেগুলির সদরদপ্তরের নাম দেওয়া আছে। Railway Group D ও NTPC পরীক্ষাতে প্রায়ই এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- ভারতে মোট কয়টি রেলওয়ে জোন আছে? দক্ষিন পূর্ব রেলের সদরদপ্তর কোথায় অবস্থিত? ইত্যাদি।
রেলওয়ে জোন ও তার সদর দপ্তর
জোন | সদরদপ্তর | বিভাগ |
---|---|---|
Central Railway | মুম্বাই | পুনে, সোলাপুর, নাগপুর ও মুম্বাই |
Eastern Railway | কলকাতা | মালদা, হাওড়া, শিয়ালদহ ও আসানসোল |
East Central Railway Zone | হাজিপুর | দানাপুর, ধানবাদ, মুঘলসরাই, সমস্তিপুর, সোনপুর |
East Coast Railway | ভুবনেশ্বর | খুরদা রোড, সম্বলপুর, বিশাখাপত্তনম |
North Central Railway | এলাহাবাদ | ঝাঁসি, আগ্রা, এলাহাবাদ |
North Eastern Railway | গোরখপুর | ইজ্জতনগর, lokshnou, বারাণসী |
North Western Railway | জয়পুর | জয়পুর, আজমের, বিকানের, যোধপুর |
Northeast Frontier Railway | গুয়াহাটি | আলিপুরদুয়ার,লামদিং, রঙ্গিয়া, তিনসুকিয়া, কাটিহার |
Northern Railway | নিউ দিল্লি | দিল্লি, আম্বালা, ফিরোজপুর, লখনউ, মোরাদাবাদ |
South Central Railway | সেকেন্দ্রাবাদ | সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, নন্দেদ |
South East Central Railway | বিলাসপুর | বিলাসপুর, রায়পুর, নাগপুর |
South Eastern Railway | গার্ডেন রিচ (কলকাতা) | আর্দ্রা, চক্রধরপুর, খড়গপুর, রাঁচি |
South Western Railway | হুবলী | হুবলি, বেঙ্গালুরু, মাইসুরু |
Southern Railway | চেন্নাই | চেন্নাই, মাদুরাই, পলক্কড, সালেম, তিরুচিরাপল্লি, তিরুবনন্তপুরম |
West Central Railway | জবলপুর | জব্বলপুর, ভোপাল, কোটা |
Western Railway | চার্চ গেট (মুম্বাই) | মুম্বাই সেন্ট্রাল, বরোদা, রাতলাম, আমেদাবাদ, রাজকোট, ভাবনগর |
Kolkata Metro | কলকাতা | |
Southern Coast Railway | বিশাখাপত্তনম | বিজয়ওয়াদা, গুন্টুর, গুনতাকাল |
রেলওয়ে জোনের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: ভারতের রেলওয়ে জোন
File Format: PDF
No. of Pages: 2
File Size: 431 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link