Breaking







Friday, March 15, 2024

ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা তালিকা PDF || Founder of Ancient Temple in India

বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা তালিকা PDF

বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা PDF
মন্দিরের প্রতিষ্ঠাতা
Hello Aspirants,
আজ ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা pdfটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য পুরানো কিছু মন্দিরের প্রতিষ্ঠাতাদের নাম দেওয়া হয়েছে তালিকাকারে। যেকোনো সরকারী চাকরীর পরীক্ষায় সাধারণ জ্ঞান এবং ইতিহাসের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- কোনারকের সূর্য্য মন্দির কে প্রতিষ্ঠা করেন? দক্ষিনেশ্বরের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? ইত্যাদি।

ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা

মন্দিরের নামপ্রতিষ্ঠাতা
দক্ষিনেশ্বর কালী মন্দিররানী রাসমণি
জগন্নাথ মন্দিরঅনন্ত বর্মন
সূর্য মন্দিরপ্রথম নরসিংহদেব
লিঙ্গরাজ মন্দিররাজা যযাতি কেশরী
বৃহদেশ্বরা মন্দিরচোল বংশ
দেওগড় মন্দিরগুপ্ত বংশ
কৈলাশ মন্দিররাষ্ট্রকুট বংশ
কৈলাশনাথ মন্দিরপল্লব বংশ
দিলওয়ারা মন্দিরবিমল শাহ
(চালুক্য)
গোবিন্দ মন্দিররাজা মান সিং
কামাখ্যা মন্দিরকোচ বংশ
খাজুরাহ মন্দিরচান্দেলা বংশ
হাজারস্বামী মন্দিরতুলভা বংশ
মহাকালেশ্বর মন্দিরপেশবা বাজীরাও
বিরুপাক্ষ মন্দিরচালুক্য
শঙ্করাচার্য্য মন্দিররাজা গোপাদিত্য
বিশ্বনাথ মন্দিররাজা মান সিং
সোমনাথ মন্দির
যাদব রাজারা
শোর মন্দিরপল্লব
মিনাক্ষী মন্দিররাজা কুলাশেকারা
স্বর্ণ মন্দিরগুরু অর্জন দেব
বৈষ্ণদেবী মন্দিররাজা গুলাব সিং
মহাবোধি মন্দিরসম্রাট অশোক
কেদারনাথ মন্দিরআদি শঙ্করাচার্য্য
কাশী বিশ্বনাথ মন্দিররানী অহল্যাবাই হোলকার

মন্দির প্রতিষ্ঠাতাদের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 292 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link