5th April 2021 MCQ Current Affairs in Bengali
![]() |
MCQ Current Affairs in Bengali |
ⓐ ৪ঠা এপ্রিল
ⓑ ৬ই এপ্রিল
ⓒ ৩রা এপ্রিল
ⓓ ৫ই এপ্রিল
2.Digit Insurance কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?
ⓐ রোহিত শর্মা
ⓑ বিরাট কোহলি
ⓒ শচীন টেন্ডুলকার
ⓓ এম.এস. ধোনি
3.সম্প্রতি Eduard Heger কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন?
ⓐ স্লোভাকিয়া
ⓑ নেদারল্যান্ড
ⓒ ফিনল্যান্ড
ⓓ আয়ারল্যান্ড
4.2023 FIFA Women’s World Cup হোস্ট করবে কোন দুটি দেশ?
ⓐ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
ⓑ জাপান ও অস্ট্রেলিয়া
ⓒ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
ⓓ ভিয়েতনাম ও অস্ট্রিয়া
5.ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হবে কোন রাজ্য?
ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু
ⓒ তেলেঙ্গানা
ⓓ উত্তরপ্রদেশ
6.ভারতের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিফায়েড রেলওয়ে জোন কোনটি?
ⓐ নর্থ ইস্টার্ন রেলওয়ে
ⓑ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে
ⓒ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে
ⓓ কোনোটিই নয়
7.FASTags ইস্যু করার জন্য কোন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ গড়লো ICICI Bank?
ⓐ Paytm
ⓑ Phonepe
ⓒ Google Pay
ⓓ Bharatpe
8.Threadit নামে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি?
ⓐ গুগল
ⓑ ফেসবুক
ⓒ টিকটক
ⓓ শেয়ার চ্যাট
9.সম্প্রতি প্রয়াত দিগ্বিজয়সিংহ জালা ভারতের কততম পরিবেশ মন্ত্রী ছিলেন?
ⓐ দ্বিতীয়
ⓑ চতুর্থ
ⓒ প্রথম
ⓓ তৃতীয়
10.L&T Technology Services-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজনিস কুমার
ⓑ অমিত চাধা
ⓒ বিজয় শর্মা
ⓓ অরূপ কুমার
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link