17th April to 21st April 2021 Current Affairs in Bengali
![]() |
Current Affairs in Bengali |
ⓐ ১৫ই এপ্রিল
ⓑ ১৮ই এপ্রিল
ⓒ ১৭ই এপ্রিল
ⓓ ২০শে এপ্রিল
2.মৎস্য চাষীদের জন্য 'e-SANTA' প্ল্যাটফর্ম লঞ্চ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ প্রকাশ জাভ্রেকাড়
ⓒ পিযুষ গোয়েল
ⓓ নির্মলা সিথারামণ
3.সম্প্রতি Joseph Jouthe কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?
ⓐ হাইতি
ⓑ ইকুয়েডর
ⓒ ইয়েমেন
ⓓ কঙ্গো
4.গগনযান মিশনের জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত?
ⓐ ইজরায়েল
ⓑ রাশিয়া
ⓒ ফ্রান্স
ⓓ জাপান
5.Inclusive Internet Index 2021 তালিকায় ভারতের স্থান কত?
ⓐ ৫৬
ⓑ ৪৯
ⓒ ৭৩
ⓓ ১১
6.সম্প্রতি প্রয়াত G.V.G. Krishnamurthy কোন পদে ছিলেন?
ⓐ প্রাক্তন ইলেকশন কমিশনার
ⓑ সুপ্রিম কোর্টের বিচরপতি
ⓒ প্রাক্তন উপরাষ্ট্রপতি
ⓓ প্রাক্তন লোকসভার স্পিকার
7.কাজাখস্তানে অনুষ্ঠিত Asian Wrestling Championships 2021তে মোট কত গুলি মেডেল জিতলো ভারত?
ⓐ ৮টি
ⓑ ৫টি
ⓒ ২টি
ⓓ ৩টি
8.Moscow International Film Festival, 2021 তে "বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম" অ্যাওয়ার্ড জিতলো কোন ভারতীয় ছবি?
ⓐ Jallikattu
ⓑ Puglya
ⓒ Newton
ⓓ Village Rockstars
9.Elista কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ক্রিকেটার?
ⓐ সুরেশ রায়না
ⓑ বিরাট কোহলি
ⓒ রোহিত শর্মা
ⓓ এম এস ধোনী
10.McDonald's কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?
ⓐ প্রিয়াঙ্কা চোপড়া
ⓑ রাশমিকা মান্দানা
ⓒ কাজল আগরওয়াল
ⓓ অনুষ্কা শেট্টি
11.বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন?
ⓐ ১৭ই এপ্রিল
ⓑ ১৮ই এপ্রিল
ⓒ ২০শে এপ্রিল
ⓓ ২৮শে এপ্রিল
12.‘Believe – What Life and Cricket Taught Me’ শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন ক্রিকেটার?
ⓐ কপিল দেব
ⓑ সুরেশ রায়না
ⓒ বিরাট কোহলি
ⓓ রোহিত শর্মা
13.'khanjar' নামে সেনা অনুশীলনের ৮ম সংস্করণ অনুষ্ঠিত করলো কোন দুটি দেশ?
ⓐ ভারত ও ইন্দোনেশিয়া
ⓑ বাংলাদেশ ও শ্রীলঙ্কা
ⓒ ভারত ও কিরগিস্থান
ⓓ মায়ানমার ও ভারত
14.সম্প্রতি ১৫৬টি দেশের জন্য e-visa পরিষেবা পুনরায় লঞ্চ করলো কোন দেশ?
ⓐ ভারত
ⓑ রাশিয়া
ⓒ চীন
ⓓ শ্রীলংকা
15.সম্প্রতি প্রয়াত রঞ্জিত সিনহা কোন সংস্থার প্রাক্তন ডিরেক্টর ছিলেন?
ⓐ CBI
ⓑ NABARD
ⓒ ED
ⓓ CID
16.সম্প্রতি Bui Thanh Son কোন দেশের নতুন বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ মালদ্বীপ
ⓑ মায়ানমার
ⓒ ভিয়েতনাম
ⓓ ইন্দোনেশিয়া
17.সম্প্রতি রাশিয়ার থেকে ৬০ মিলিয়ন করোনা ভ্যাকসিন কিনবে কোন দেশ?
ⓐ ভারত
ⓑ ইরান
ⓒ বাংলাদেশ
ⓓ শ্রীলংকা
18.রাজ্যের মহিলাদের বিরুদ্ধে অপরাধের তথ্য সংগ্রহ করতে ‘Veerangana on wheel’ পরিষেবা লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ হিমাচল প্রদেশ
ⓒ দিল্লি
ⓓ কর্ণাটক
19.Tecno নামে স্মার্টফোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
ⓑ বরুণ ধাওয়ান
ⓒ আমির খান
ⓓ আয়ুষ্মান খুরানা
20.“E-Panchayat Puraskar 2021” জিতলো কোন রাজ্য?
ⓐ উত্তর প্রদেশ
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ বিহার
ⓓ তামিলনাড়ু
21.ভারতে প্রথম মেগা ফুড পার্ক প্রজেক্ট লঞ্চ করলো কোন দেশ?
ⓐ জাপান
ⓑ চীন
ⓒ ইতালী
ⓓ ফ্রান্স
22.Henley Passport Index 2021 এ ভারতের স্থান কত?
ⓐ ৩৯
ⓑ ৮৪
ⓒ ৫৬
ⓓ ৫৮
23.সম্প্রতি প্রয়াত ড. সুব্বা রাও কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
ⓐ লেখক
ⓑ উদ্ভিদবিদ
ⓒ তেজস্ক্রিয়বিদ
ⓓ গণিতজ্ঞ
24.বাবাসাহেব আম্বেদকরের সম্পর্কে কত গুলি বই রিলিজ করলেন নরেন্দ্র মোদী?
ⓐ ১টি
ⓑ ২টি
ⓒ ৩টি
ⓓ ৪টি
25.2021 World Table Tennis Championships হোস্ট করবে কোন দেশ?
ⓐ কাতার
ⓑ আমেরিকা যুক্তরাষ্ট্র
ⓒ ইংল্যান্ড
ⓓ আফগানিস্তান
26.National Startup Advisory Council এর প্রথম মিটিংয়ে সভাপতিত্ব করলো কে?
ⓐ স্মৃতি ইরানি
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ নীতিন গাদকরী
ⓓ পিযুষ গোয়েল
27.আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে SpaceX Crew-2 Mission লঞ্চ করবে কোন মহাকাশ গবেষণা সংস্থা?
ⓐ ISRO
ⓑ JAXA
ⓒ NASA
ⓓ ESA
28.ভারতীয় স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের Smbhav Venture Fund লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ Amazon
ⓓ Microsoft
29.সরকারী চাকরীর ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল সম্প্রদায়কে (EWS) সর্বাধিক বয়সের ছাড় দেবে কোন রাজ্য?
ⓐ রাজস্থান
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ গুজরাট
ⓓ মেঘালয়
30.এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে পরপর দু'বার স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
ⓐ অংশ মালিক
ⓑ দিব্যা কাকরণ
ⓒ সরিতা মোর
ⓓ ভিনেশ ফোগাত
31.ইতালিতে অনুষ্ঠিত Emilia Romagna F1 Grand Prix 2021 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?
ⓐ Lewis Hamilton
ⓑ Max Verstappen
ⓒ Lando Norris
ⓓ Valtteri Bottas
32.সম্প্রতি কোন গ্রহে সফলভাবে হেলিকপ্টার উড়াল NASA?
ⓐ মঙ্গল
ⓑ বৃহস্পতি
ⓒ শুক্র
ⓓ বুধ
33.DCB Bank এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজনিস কুমার
ⓑ মুরালি নটরাজন
ⓒ প্রভাষ চৌধুরী
ⓓ সন্দীপ বক্সি
34.প্রথমবার রামায়ণের অনলাইন প্রদর্শনীর উদ্বোধন করলেন কে?
ⓐ প্রহ্লাদ সিং প্যাটেল
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ রামনাথ কোবিন্দ
ⓓ এস. জয়শঙ্কর
35.করোনা সংক্রমণ রুখতে জন অনুশাসন পাখবারা বা পাবলিক ডিসিপ্লিন ফর্টনাইট ঘোষণা করলো কোন রাজ্য?
ⓐ দিল্লি
ⓑ পাঞ্জাব
ⓒ রাজস্থান
ⓓ মহারাষ্ট্র
36.ডিজিটাল পেমেন্টের বিষয় পরিচালনার জন্য কোন কোম্পানীকে নিযুক্ত করলো LIC?
ⓐ Phonepe
ⓑ Google Pay
ⓒ Bharatpe
ⓓ Paytm
37.সম্প্রতি প্রয়াত বিবেক,কোন ভাষার কমেডি অভিনেতা?
ⓐ তেলেগু
ⓑ তামিল
ⓒ হিন্দি
ⓓ মালয়ালম
38.কোন দেশে প্রথম জলবায়ু পরিবর্তনের উপর আইন আনছে?
ⓐ সিঙ্গাপুর
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ নিউজিল্যান্ড
ⓓ মালদ্বীপ
39.এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের মিরাবাই চানু কত কেজি ভারোত্তোলন করে রেকর্ড গড়লেন?
ⓐ ১১৯ কেজি
ⓑ ১২০ কেজি
ⓒ ৮৬ কেজি
ⓓ ২০৬ কেজি
40.T20 World Cup final অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে?
ⓐ মটেরা স্টেডিয়াম
ⓑ নরেন্দ্র মোদী স্টেডিয়াম
ⓒ অরুণ জেটলি স্টেডিয়াম
ⓓ ইন্দিরা গান্ধী স্টেডিয়াম
41.জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে?
ⓐ ২০শে এপ্রিল
ⓑ ২১শে জুন
ⓒ ২১শে এপ্রিল
42.২০২২ সালের মধ্যে সমস্ত বাড়িতে জল পরিষেবা পৌঁছে দিতে ‘Har Ghar Jal’ উদ্যোগ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ রাজস্থান
ⓓ গুজরাট
43.Startup India Seed Fund Scheme (SISFS) লঞ্চ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ পিযুষ গোয়েল
ⓒ নির্মলা সিথারামন
ⓓ রাম বিলাস পাসোয়ান
44.‘The Christmas Pig’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ Jasmine Amanda
ⓑ J. K. Rowling
ⓒ Dwane Shring
ⓓ Lady Gaga
45.সম্প্রতি প্রয়াত Charles Geschke, কোন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন?
ⓐ Apple
ⓑ Alibaba
ⓒ Adobe
ⓓ Amazon
46.প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত?
ⓐ জাপান
ⓑ ইজরায়েল
ⓒ রাশিয়া
ⓓ জার্মানি
47.অনলাইন ট্রাভেল কোম্পানী Cleartrip কে কত মিলিয়ন ডলারে কিনে নিলো Flipkart?
ⓐ ৫০ মিলিয়ন
ⓑ ৪০ মিলিয়ন
ⓒ ৭০ মিলিয়ন
ⓓ ৩০ মিলিয়ন
48.২০২৪ সালে ‘Artemis’ মিশনের মাধ্যমে চাঁদে প্রথম মহিলাকে পাঠাবে কোন মহাকাশ সংস্থা?
ⓐ ISRO
ⓑ SpaceX
ⓒ NASA
ⓓ JAXA
49.‘Nelson Mandela World Humanitarian Award 2021’ পেলেন কে?
ⓐ রুমানা সিনহা সেহগাল
ⓑ রোশনি নাদার
ⓒ মানসী চিল্লার
ⓓ বিলকিস খাতুন
50.Tata Consumer Products এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ পুনিত দাস
ⓑ দীপিকা ভান
ⓒ অজয় শেঠ
ⓓ গৌর কিশোর বর্মা
Read More::
Egulor daily pdf form a pawa jabe??
ReplyDelete