ভারতের বিভিন্ন শৈল শহর তালিকা PDF
![]() |
ভারতের শৈলশহর |
Hello Friends,
আজ ভারতের বিভিন্ন শৈল শহর তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভারতের বিভিন্ন রাজ্যে একাধিক শৈলশহর বা হিল টাউন রয়েছে। বিভিন্ন পরীক্ষাতে মাঝে মধ্যেই এইখান থেকে প্রশ্ন আসে। যেমন:- মুসৌরী শৈলশহরটি কোন রাজ্যে অবস্থিত? গ্যাংটক কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।
ভারতের বিভিন্ন শৈলশহর
শৈল শহর | রাজ্য |
---|---|
দার্জিলিং | পশ্চিমবঙ্গ |
কালিম্পং | পশ্চিমবঙ্গ |
কার্সিয়াং | পশ্চিমবঙ্গ |
মিরিক | পশ্চিমবঙ্গ |
গুলমার্গ | জম্মু-কাশ্মীর |
শ্রীনগর | জম্মু-কাশ্মীর |
নৈনিতাল | উত্তরাখণ্ড |
ভিমতাল | উত্তরাখন্ড |
মুসৌরী | উত্তরাখণ্ড |
আলমোরা | উত্তরাখণ্ড |
মুক্তেশ্বর | উত্তরাখণ্ড |
ঋষিকেশ | উত্তরাখণ্ড |
ল্যানসডাউন | উত্তরাখণ্ড |
কোদাইকানাল | তামিলনাড়ু |
ওটি বা উটকামন্ড | তামিলনাড়ু |
শিলং | মেঘালয় |
চেরাপুঞ্জি | মেঘালয় |
সিমলা | হিমাচলপ্রদেশ |
কুলু | হিমাচলপ্রদেশ |
মানালি | হিমাচলপ্রদেশ |
ডালহৌসি | হিমাচলপ্রদেশ |
রাঁচি | ঝাড়খন্ড |
পেলিং | সিকিম |
গ্যাংটক | সিকিম |
মুন্নার | কেরালা |
অমরকন্টক | মধ্যপ্রদেশ |
পাঁচমারী | মধ্যপ্রদেশ |
কুর্গ | কর্নাটক |
মহাবালেশ্বর | মহারাষ্ট্র |
লে | লাদাখ |
কার্গিল | লাদাখ |
মাউন্ট আবু | রাজস্থান |
সাপুতারা | গুজরাট |
আরাকু ভ্যালি | অন্ধ্রপ্রদেশ |
হাফলং | আসাম |
চান্দেল | মনিপুর |
কোহিমা | নাগাল্যান্ড |
দারিংবাড়ি | উড়িষ্যা |
শৈলশহরের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: বিভিন্ন শৈলশহর
File Format: PDF
No. of Pages: 3
File Size: 335KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link