Breaking







Wednesday, September 13, 2023

ঐতিহাসিক সংবাদপত্র ও তার প্রতিষ্ঠাতা তালিকা PDF || Founder of Historical News Papers

ঐতিহাসিক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা PDF

ঐতিহাসিক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা
সংবাদপত্রের প্রতিষ্ঠাতা
Hello Friends,
আজ ঐতিহাসিক সংবাদপত্র ও তার প্রতিষ্ঠাতা PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য সংবাদপত্র বা পত্রপত্রিকার প্রতিষ্ঠাতাদের নাম এখানে দেওয়া হলো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মাসিক বা সাময়িক পত্রিকা গুলি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

           সমস্ত চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন- হরিজন পত্রিকার প্রতিষ্ঠাতা কে? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? ইত্যাদি ।

ঐতিহাসিক সংবাদপত্র ও প্রতিষ্ঠাতা

সংবাদপত্রপ্রতিষ্ঠাতা
বেঙ্গল গেজেটজেমস হিকি
দিগদর্শনমার্সম্যান
হরিজনগান্ধীজি
নবজীবনগান্ধীজি
ইন্ডিয়ান অপিনিয়নগান্ধীজি
দ্য বেঙ্গলীসুরেন্দ্রনাথ ব্যানার্জী
সংবাদ কৌমুদীরাজা রামমোহন রায়
মিরাট-উল-আকবররাজা রামমোহন রায়
অমৃতবাজার পত্রিকাশিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ
ইন্ডিয়ান মিররদেবেন্দ্রনাথ ঠাকুর
হিন্দু প্যাট্রিয়টগিরিশচন্দ্র ঘোষ
সমাচার চন্দ্রিকাভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
সঞ্জীবনীকৃষ্ণকুমার মিত্র
যুগান্তরবারীন্দ্র কুমার ঘোষ
তত্ত্ববোধিনী পত্রিকাঅক্ষয়কুমার দত্ত 
সমাচার দর্পণমার্শম্যান
বন্দে মাতরমবিপিনচন্দ্র পাল
কেশরীবাল গঙ্গাধর পাল
স্টেটসম্যানরবার্ট নাইট
মূকনায়কবি.আর.আম্বেদকর
ইন্ডিপেন্ডেন্টমতিলাল নেহেরু
পাঞ্জাবীলালা লাজপত রায়
দ্য লিডারমদন মোহন মালব্য
নিউইন্ডিয়াঅ্যানি বেসান্ত
কমন উইলঅ্যানি বেসান্ত
হিন্দুস্থান টাইমসসুন্দর সিং লয়ালপুরী
প্রবুদ্ধ ভারতস্বামী বিবেকানন্দ
আল হিলালআবুলকালাম আজাদ
দীন মিত্রমুকুন্দরাও পাতিল
ফ্রি হিন্দুস্থানতারকনাথ দাস
দ্য ইনকিলাবআব্দুল হামিদ আনসারী
বোম্বে ক্রনিকলফিরোজ শাহ মেহতা
ভয়েস অফ ইন্ডিয়াদাদাভাই নৌরজী
দ্য হিতবাদগোপালকৃষ্ণ গোখলে
বঙ্গদর্শনবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সংবাদপত্রের প্রতিষ্ঠাতাদের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: সংবাদপত্রের প্রতিষ্ঠাতা 
File Format: PDF
No. of Pages: 3
File Size: 337KB

Click Here to Download

1 comment:

  1. এই তালিকায় প্রতিষ্ঠার তারিখ যোগ করে দিলে আরও সম্পূর্ণ হবে।

    ReplyDelete

Dont Leave Any Spam Link