ঐতিহাসিক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা PDF
![]() |
সংবাদপত্রের প্রতিষ্ঠাতা |
Hello Friends,
আজ ঐতিহাসিক সংবাদপত্র ও তার প্রতিষ্ঠাতা PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য সংবাদপত্র বা পত্রপত্রিকার প্রতিষ্ঠাতাদের নাম এখানে দেওয়া হলো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মাসিক বা সাময়িক পত্রিকা গুলি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।
সমস্ত চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে; যেমন- হরিজন পত্রিকার প্রতিষ্ঠাতা কে? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? ইত্যাদি ।
ঐতিহাসিক সংবাদপত্র ও প্রতিষ্ঠাতা
সংবাদপত্র | প্রতিষ্ঠাতা |
---|---|
বেঙ্গল গেজেট | জেমস হিকি |
দিগদর্শন | মার্সম্যান |
হরিজন | গান্ধীজি |
নবজীবন | গান্ধীজি |
ইন্ডিয়ান অপিনিয়ন | গান্ধীজি |
দ্য বেঙ্গলী | সুরেন্দ্রনাথ ব্যানার্জী |
সংবাদ কৌমুদী | রাজা রামমোহন রায় |
মিরাট-উল-আকবর | রাজা রামমোহন রায় |
অমৃতবাজার পত্রিকা | শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ |
ইন্ডিয়ান মিরর | দেবেন্দ্রনাথ ঠাকুর |
হিন্দু প্যাট্রিয়ট | গিরিশচন্দ্র ঘোষ |
সমাচার চন্দ্রিকা | ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় |
সঞ্জীবনী | কৃষ্ণকুমার মিত্র |
যুগান্তর | বারীন্দ্র কুমার ঘোষ |
তত্ত্ববোধিনী পত্রিকা | অক্ষয়কুমার দত্ত |
সমাচার দর্পণ | মার্শম্যান |
বন্দে মাতরম | বিপিনচন্দ্র পাল |
কেশরী | বাল গঙ্গাধর পাল |
স্টেটসম্যান | রবার্ট নাইট |
মূকনায়ক | বি.আর.আম্বেদকর |
ইন্ডিপেন্ডেন্ট | মতিলাল নেহেরু |
পাঞ্জাবী | লালা লাজপত রায় |
দ্য লিডার | মদন মোহন মালব্য |
নিউইন্ডিয়া | অ্যানি বেসান্ত |
কমন উইল | অ্যানি বেসান্ত |
হিন্দুস্থান টাইমস | সুন্দর সিং লয়ালপুরী |
প্রবুদ্ধ ভারত | স্বামী বিবেকানন্দ |
আল হিলাল | আবুলকালাম আজাদ |
দীন মিত্র | মুকুন্দরাও পাতিল |
ফ্রি হিন্দুস্থান | তারকনাথ দাস |
দ্য ইনকিলাব | আব্দুল হামিদ আনসারী |
বোম্বে ক্রনিকল | ফিরোজ শাহ মেহতা |
ভয়েস অফ ইন্ডিয়া | দাদাভাই নৌরজী |
দ্য হিতবাদ | গোপালকৃষ্ণ গোখলে |
বঙ্গদর্শন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সংবাদপত্রের প্রতিষ্ঠাতাদের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: সংবাদপত্রের প্রতিষ্ঠাতা
File Format: PDF
No. of Pages: 3
File Size: 337KB
Click Here to Download
এই তালিকায় প্রতিষ্ঠার তারিখ যোগ করে দিলে আরও সম্পূর্ণ হবে।
ReplyDelete