Bengali GK Capsule Part-153 || জিকে ক্যাপসুল
![]() |
Bengali GK Capsule |
1.আধুনিক পর্যায় সারনীর কোন পর্যায়ে ৩২ টি মৌল আছে?
Ans:-পর্যায় ৬
2.কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালিত হয়?
Ans:-শ্রীনিবাস রামানুজম
3.অম্লনাশক বা অ্যান্টাসিডের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
Ans:-সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
4.মিলখা সিং এর ছেলে জীভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত?
Ans:-গল্ফ
5.মানব শরীরের কোন রক্তকনিকাকে সৈন্যদের সঙ্গে তুলনা করা যায়?
Ans:-শ্বেতরক্ত কনিকা
6.ভারতীয় ফুটবলের রাজধানী বলা হয় কোন শহরকে?
Ans:-কলকাতাকে
7.ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম কী?
Ans:-চীন
8.মৌমাছি গড় আয়ু কত দিন?
Ans:-৫০ থেকে ৬০ দিন
9.ভারতীর মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়?
Ans:-বিক্রম সারাভাই
10.অব্যক্ত পুস্তকটি কার রচিত?
Ans:-আচার্য জগদীশ চন্দ্র বসু
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link