Breaking







Friday, March 5, 2021

4th & 5th March 2021 Current Affairs in Bengali

4th & 5th March 2021 Current Affairs in Bengali

4th & 5th March 2021 Current Affairs in Bengali
March 2021 Current Affairs in Bengali

1.CRPF-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ এ.পি. মহেশ্বরী
ⓑ কুলদীপ সিং
ⓒ বিজয় পান্ডে
ⓓ রাকেশ ভক্ত

2.ইজরায়েলে সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ মোহাম্মদ আবু
ⓑ মোহামেদ আল খাজা
ⓒ আকির আল কিং
ⓓ রসিদ তাহের

3.কন্যার নামে বাড়ির পরিচয় দিতে "Gharoki Paachan, Chelik Naam" স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ উত্তরাখণ্ড
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ রাজস্থান

4.ATK Mohun Bagan (ATKMB)কে কত গোলে পরাজিত করে ISL League Winners Shield জিতলো Mumbai City FC?
ⓐ ২-০
ⓑ ২-১
ⓒ ১-০
ⓓ ২-৩

5.2021 Uganda International Badminton Tournament-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলো কে?
ⓐ পুল্লেলা গোপীচাঁদ
ⓑ বরুণ কাপুর
ⓒ চিরাগ শেট্টি
ⓓ লক্ষ্য সেন

6.প্রাইভেট সেক্টরে কাজের ক্ষেত্রে নিজ রাজ্যের মানুষের জন্য ৭৫% পদ সংরক্ষণ করতে বিল পাশ করলো কোন রাজ্য?
ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ মহারাষ্ট্র
ⓓ গুজরাট

7.লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি চ্যানেল একত্রিত হয়ে নতুন নাম কী হয়েছে?
ⓐ পার্লামেন্ট
ⓑ সংসদ টিভি
ⓒ ভারত টিভি
ⓓ ইন্ডিয়া টিভি

8.নিউ দিল্লিতে Global Bio India 2021-এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ ড. হর্ষ বর্ধন
ⓒ থাওয়ার চাঁদ গেহলট
ⓓ নরেন্দ্র সিং তমার

9.কোথায় ১০০০ মেগাওয়াটের নেভেলি থার্মাল পাওয়ার প্রোজেক্টে উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু
ⓒ কর্নাটক
ⓓ মহারাষ্ট্র

10.খাবারে ভেজাল ধরা পড়লে বিক্রেতার যাবৎ জীবন কারাদণ্ড দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?
ⓐ আসাম
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ নাগাল্যান্ড
ⓓ দিল্লি

11.2021 Hurun Global Rich লিস্টে প্রথমস্থানে আছেন কে?
ⓐ জেফ বেজোস
ⓑ এলোন মাস্ক
ⓒ বিল গেটস
ⓓ মুকেশ আম্বানী

12.প্রথম ক্রিকেটার হিসাবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার্স পেলেন কে?
ⓐ শচীন তেন্ডুলকার
ⓑ বিরাট কোহলী
ⓒ ডিজে ব্রাভো
ⓓ এম.এস. ধোনী

13.Combined Commanders' Conference শুরু হলো কেভাদিয়াতে; এটি কোন রাজ্যে অবস্থিত?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ বিহার
ⓓ হরিয়ানা

14.সংযুক্ত আরব অমিরাতে অনুষ্ঠিত হতে চলা ‘Desert Flag’ নামে সামরিক অনুশীলনে প্রথমবার অংশ নেবে কোন ভারতীয় সামরিক বিভাগ?
ⓐ ইন্ডিয়ান নেভি
ⓑ ইন্ডিয়ান এয়ার ফোর্স
ⓒ ইন্ডিয়ান আর্মি
ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ডস

15.গুলমার্গে অনুষ্ঠিত হওয়া Khelo India Winter National Games-এ কত গুলি মেডেল পেয়ে প্রথমস্থানে আছে জম্মু-কাশ্মীর?
ⓐ ৩০
ⓑ ৩৪
ⓒ ২৭
ⓓ ২৯

16.ডিমাপুর এয়ারপোর্ট থেকে প্রথমবার এয়ার কার্গো সার্ভিস লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ মনিপুর
ⓑ নাগাল্যান্ড
ⓒ অরুনাচলপ্রদেশ
ⓓ মেঘালয়

7.আগত কোন সালকে ‘International Year of Millets’ হিসাবে ঘোষণা করলো United Nations General Assembly (UNGA)?
ⓐ ২০২২
ⓑ ২০২৩
ⓒ ২০২৫
ⓓ ২০২৪

18.International Boxing Association(AIBA)-এর চ্যাম্পিয়নস অ্যান্ড ভেটেরান কমিটির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সাক্ষী মালিক
ⓑ মেরি কম
ⓒ পিটি উষা
ⓓ হিমা দাস

19.বিশ্বে প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরী করছে কোন দেশ?
ⓐ জাপান
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ ভারত
ⓓ দক্ষিন আফ্রিকা

20.‘National Safety Day’ পালন করা হলো কবে?
ⓐ ৩রা মার্চ
ⓑ ৪ঠা মার্চ
ⓒ ৫ই মার্চ
ⓓ ১০ই মার্চ

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link