30th March 2021 Daily Bengali Current Affairs
![]() |
Daily Bengali Current Affairs |
ⓐ মাহিন্দার গিরি
ⓑ মৈনাক শর্মা
ⓒ অজিত কামলে
ⓓ মৃনাল যাদব
2.‘Asia money Best Bank Awards 2021’ জিতলো কোন ভারতীয় ব্যাঙ্ক?
ⓐ SBI
ⓑ HDFC Bank
ⓒ ICICI Bank
ⓓ IDBI Bank
3.যৌথভাবে মিলিটারী হার্ডওয়্যার তৈরীর জন্য ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ?
ⓐ জাপান
ⓑ উত্তর কোরিয়া
ⓒ দক্ষিন কোরিয়া
ⓓ ইজরায়েল
4.সম্প্রতি রেসিডেন্সিয়াল হকি সেন্টার তৈরী হতে চলেছে কোথায়?
ⓐ মুম্বাই
ⓑ দিল্লি
ⓒ চেন্নাই
ⓓ লক্ষ্ণৌ
5.সম্প্রতি সবথেকে বেশী আন্তর্জাতিক বিমানবন্দর থাকা রাজ্যের তকমা পেতে চলেছে কে?
ⓐ মহারাষ্ট্র
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ কর্নাটক
6.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের অনলাইন স্মার্টফোন মার্কেট শেয়ার পৌঁছালো কত শতাংশ?
ⓐ ৪৫%
ⓑ ৩৫%
ⓒ ৩৯%
ⓓ ২৫%
7.কোথায় ‘শহীদ আশফাক উল্লা খান জ্যুলজিকাল পার্ক’-এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ?
ⓐ কানপুর
ⓑ গোরখপুর
ⓒ ঔরঙ্গাবাদ
ⓓ লক্ষ্ণৌ
8.‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ প্রোগ্রামের আওতায় ঝাড়খন্ডের সঙ্গে জোট গড়লো কোন রাজ্য?
ⓐ মহারাষ্ট্র
ⓑ গোয়া
ⓒ মেঘালয়
ⓓ মনিপুর
9.সম্প্রতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাওয়া ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে কোন ভারতীয় বৈজ্ঞানিকের নামে?
ⓐ হরগোবিন্দ খোরানা
ⓑ আজমল খান
ⓒ জগদীশচন্দ্র বসু
ⓓ প্রফুল্ল চন্দ্র রায়
10.সম্প্রতি প্রয়াত অনিল ধার্কের, কোন ক্ষেত্রের জন্য প্রসিদ্ধ ছিলেন?
ⓐ সঙ্গীত
ⓑ সাংবাদিকতা
ⓒ দাবা
ⓓ হকি
Read More::
I want to compile Current Affairs for the month of March 2021
ReplyDelete