1st March 2021 Bengali Current Affairs || মার্চ ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
মার্চ ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স |
ⓐ NASA
ⓑ ISRO
ⓒ ESA
ⓓ JAXA
2.বুলগেরিয়াতে Strandja Memorial Tournament-এ রুপো জিতলো কোন ভারতীয় বক্সার?
ⓐ বিজেন্দর সিং
ⓑ দীপক কুমার
ⓒ শিবা থাপা
ⓓ অখিল কুমার
3.শিলিগুড়ি-ঢাকা প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস চালু হচ্ছে কবে থেকে?
ⓐ ২রা মার্চ
ⓑ ২৬শে মার্চ
ⓒ ২৫শে মার্চ
ⓓ ৪ঠা এপ্রিল
4.ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরী হবে কোথায়?
ⓐ দিল্লি
ⓑ মুম্বাই
ⓒ চেন্নাই
ⓓ বিশাখাপত্তনম
5.বাংলাদেশের ঢাকাতে ইলেকট্রিক যানবাহন কারখানা স্থাপন করবে ভারতের কোন কোম্পানি?
ⓐ Mahindra
ⓑ Omega Seiki
ⓒ Ashok leyland
ⓓ Tesla
6.Levi’s কোম্পানীর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
ⓐ কিয়ারা আদবানী
ⓑ দীপিকা পাদুকোন
ⓒ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
ⓓ বিদ্যা বালান
7.Central Bank of India-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সঞ্জয় কুমার
ⓑ মাতম ভেঙ্কট রাও
ⓒ শরদ গোকলানি
ⓓ সন্দীপ বক্সী
8.‘India: A Scamster Born Every Minute’ বই রিলিজ করতে চলেছেন কে?
ⓐ বিষ্ণুপ্রিয়া নারায়নস্বামী
ⓑ স্নিগ্ধা পুনম
ⓒ অরুন্ধতি রায়
ⓓ মিনাল পান্ডে
9.সম্প্রতি Mohamed Bazoum কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে ঘোষিত হলো?
ⓐ নাইজেরিয়া
ⓑ নাইজার
ⓒ চিলি
ⓓ জর্জিয়া
10.বিশ্বে ‘শূন্য বৈষম্য দিবস’ (Zero Discrimination Day) পালন করা হয় কবে?
ⓐ ২৮শে ফেব্রুয়ারী
ⓑ ১লা মার্চ
ⓒ ২১শে জুন
ⓓ ৩রা মার্চ
Read More::
Nowadays i read current affirs from this website..this is very helpful to me and i also asked my friends to follow this site . Thank you so much to all the team of swapno.in for supporting us in our exam preperation and make it easy..
ReplyDelete-SUMAN ROY (from Purba Bardhaman)