Breaking







Monday, February 5, 2024

ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF || List of Tribes in India

ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF

ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF
ভারতের বিভিন্ন উপজাতি
Hello Aspirants,
আজ ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের নামের তালিকা রয়েছে| চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়|যেমন:- ভারতের কোন রাজ্যে বেশি উপজাতি বাস করে? ভারতে কোন কোন উপজাতির সংখ্যা সবথেকে বেশি? ইত্যাদি|

ভারতের বিভিন্ন উপজাতি

রাজ্যউপজাতি সমূহ
আসামবোড়ো, খেলমা, খামতি
ত্রিপুরাজামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসি, চাইমল
মনিপুরকুকি, নাগা
মিজোরামরিয়াং, চাকমা, তানচাংইয়া
নাগাল্যান্ডনাগা
অরুনাচলপ্রদেশঅবর, আপাতানি, মিশমি
মেঘালয়খাসি, গারো
মধ্যপ্রদেশ
ছত্তিশগড়
বৈগা, গন্ড, ভিল, কোল
মহারাষ্ট্রগন্ড, ভিল, কোল, ওরাও
রাজস্থানভিল, মিনা, ডামর
গুজরাটবাভাচা, বামচা, রাবারী, ভিল
তামিলনাডুটোডা, কুরুম্বা
কর্নাটকআড়িয়ান, ভিল, চেনচু
অন্ধ্রপ্রদেশ
তেলেঙ্গানা
ভিল, গন্ড, গৌরু, বাগাটা
পশ্চিমবঙ্গ
ঝারখন্ড
বিহার
সাঁওতাল, ওরাও, মুন্ডা, ভূমিজ, শবর, খেরিয়া, বীরহোর
আন্দামান 
নিকোবর
জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলি
লাক্ষাদ্বীপআমিনদিভি, কয়া, মালমি, মালাচেরী

উপজাতির সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভারতের উপজাতি
File Format: PDF
No. of Pages: 409 KB
File Size: 2

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link