ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF
![]() |
ভারতের বিভিন্ন উপজাতি |
Hello Aspirants,
আজ ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের নামের তালিকা রয়েছে| চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়|যেমন:- ভারতের কোন রাজ্যে বেশি উপজাতি বাস করে? ভারতে কোন কোন উপজাতির সংখ্যা সবথেকে বেশি? ইত্যাদি|
ভারতের বিভিন্ন উপজাতি
রাজ্য | উপজাতি সমূহ |
---|---|
আসাম | বোড়ো, খেলমা, খামতি |
ত্রিপুরা | জামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসি, চাইমল |
মনিপুর | কুকি, নাগা |
মিজোরাম | রিয়াং, চাকমা, তানচাংইয়া |
নাগাল্যান্ড | নাগা |
অরুনাচলপ্রদেশ | অবর, আপাতানি, মিশমি |
মেঘালয় | খাসি, গারো |
মধ্যপ্রদেশ ছত্তিশগড় | বৈগা, গন্ড, ভিল, কোল |
মহারাষ্ট্র | গন্ড, ভিল, কোল, ওরাও |
রাজস্থান | ভিল, মিনা, ডামর |
গুজরাট | বাভাচা, বামচা, রাবারী, ভিল |
তামিলনাডু | টোডা, কুরুম্বা |
কর্নাটক | আড়িয়ান, ভিল, চেনচু |
অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা | ভিল, গন্ড, গৌরু, বাগাটা |
পশ্চিমবঙ্গ ঝারখন্ড বিহার | সাঁওতাল, ওরাও, মুন্ডা, ভূমিজ, শবর, খেরিয়া, বীরহোর |
আন্দামান নিকোবর | জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলি |
লাক্ষাদ্বীপ | আমিনদিভি, কয়া, মালমি, মালাচেরী |
উপজাতির সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: ভারতের উপজাতি
File Format: PDF
No. of Pages: 409 KB
File Size: 2
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link