Breaking







Tuesday, February 2, 2021

GK Series in Bengali part-125 || জিকে সিরিজ

GK Series in Bengali part-125 || জিকে সিরিজ

GK Series in Bengali part-125 || জিকে সিরিজ
GK Series in Bengali

1.প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়?
Ans:- ১৯৫১ সালে

2.রাজ্য সভায় কোন বিল প্রথমে উত্থাপন করা যায় না?
Ans:- অর্থ বিল

3.ভারতের কোন রাজ্যে ট্যাঙ্কের মাধ্যমে বেশি জলসেচ করা হয়?
Ans:- তামিলনাড়ু

4.রাজ্যসভার সদস্য় থাকাকালীন প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত  হয়েছিলেন কে?
Ans:- ইন্দিরা গান্ধী

5.পশ্চিমবঙ্গের কোন শহর প্রথম 'গ্রিন সিটি' হতে চলেছে?
Ans:- নিউটাউন

6.শব্দের কম্পাঙ্কের একক কী?
Ans:- সাইকেল/সেকেন্ড বা হার্জ

7.মাদ্রাজ হাইকোর্টের নাম পরিবর্তন করে কী নাম হতে চলেছে?
Ans:- তামিলনাড়ু হাইকোর্ট

8.তাপ ও তড়িতের সুপরিবাহী দুটি অধাতুর নাম কী?
Ans:- গ্রাফাইট ও গ্যাস কার্বন

9.কোন ধাতুকল্পের উপস্থিতিতে পানীয় জল দূষিত হয়?
Ans:- আর্সেনিক

10.পেশিতে অবস্থিত সংকোচি প্রোটিনটির নাম কী?
Ans:- অ্যাকটিন

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link