GK Capsule in Bengali Part-129
![]() |
GK in Bengali |
1.পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোন কোনটি?
Ans:-একডাইসোন
2.কোন সালোকসংশ্লেষিয় রঞ্জক থেকে ভিটামিন-A উৎপাদিত হতে পারে?
Ans:-বিটা ক্যারোটিন
3.'দামিন-ই-কোহ' কথাটির অর্থ কী?
Ans:-পাহাড়ের প্রান্তদেশ
4.এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ভারতীয় মহিলা কে?
Ans:-কমলজিৎ সাঁধু
5.প্রাণীদেহে ব্যস্ততম অঙ্গ কোনটি?
Ans:-হৃদপিন্ড
6.যক্ষা রোগের জীবানু আবিস্কার করেন কে?
Ans:-রবার্ট কখ
7.অসওয়াল্ড পদ্ধতিতে কী প্রস্তুত করা হয়?
Ans:-নাইট্রিক অ্যাসিড
8.যোজনা কমিশনের বিলোপ ঘটিয়ে কোন সংস্থা গড়ে তোলা হয়েছে?
Ans:-নীতি আয়োগ
9.রাজ্যের অর্থ কমিশন গঠন করে কে?
Ans:-রাজ্যপাল
10.পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কী?
Ans:-ওলফিয়া
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link