Daily GK Set Part-136 || জিকে সেট
![]() |
Daily GK Set |
1.নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
Ans:-হকি
2.কিলোওয়াট ঘন্টা কিসের একক?
Ans:-শক্তি
3.ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans:-প্যারিস
4.পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত?
Ans:-নদীয়া
5.ভারতবর্ষে কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হন?
Ans:-পিনাকী চন্দ্র ঘোষ
6.কাবাডি খেলায় প্রতি দলে কজন করে খেলোয়াড় উপস্থিত থাকে?
Ans:-৭ জন
7.ক্ষুদিরামের মা প্রবন্ধটি কার লেখা?
Ans:-কাজী নজরুল ইসলাম
8.পোলিও টিকা আবিষ্কার করেন কে?
Ans:-জোনাস সল্ক
9.দুধসাগর জলপ্রপাত টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Ans:-কর্ণাটক ও গোয়া
10.কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী?
Ans:-কার্পাস
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link