জিকে ক্যাপসুল পর্ব-১৩১
![]() |
জিকে ক্যাপসুল |
1.ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কী?
Ans:-ইন্দিরা পয়েন্ট
2.ভারতের উত্তরতম বিন্দুর নাম কী?
Ans:-ইন্দিরা কল
3.ভারতের পূর্বতম বিন্দুর নাম কী?
Ans:-কিবিথু
4.ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কী?
Ans:-গুহারমোতি
5.ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য কত?
Ans:-১ ঘন্টা ৫৭ মিনিট
6.নাসা(NASA) প্রতিষ্ঠিত হয় কত সালে?
Ans:-১৯৫৮ সালের ১লা অক্টোবর
7.ইসরো(ISRO) প্রতিষ্ঠিত হয় কত সালে?
Ans:-১৯৬৯ সালের ১৫ই আগস্ট
8.দুধের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
Ans:-ল্যাকটোমিটার
9.কোন রাজ্য ভেঙ্গে ছত্তিশগড় রাজ্যটি তৈরী হয়?
Ans:-মধ্যপ্রদেশ
10.দামোদর নদের প্রধান শাখা নদীর নাম কী?
Ans:-মুন্ডেশ্বরী
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link