22nd February 2021 Daily Current Affairs in Bengali
![]() |
Daily Current Affairs in Bengali |
ⓐ Naomi Osaka এবং Jennifer Brady
ⓑ Elise Mertens এবং Aryna Sabalenka
ⓒ Barbora Krejcikova এবং Katerina Siniakova
ⓓ এদের কেউই নন
2.ভারতের সাথে আরব সাগরে ‘PASSEX’ নামে অনুশীলন যৌথভাবে অনুষ্ঠিত করলো কোন দেশের নেভি?
ⓐ রাশিয়া
ⓑ ইন্দোনেশিয়া
ⓒ ভিয়েতনাম
ⓓ সৌদি আরব
3.ভারতের প্রথম সেন্ট্রালাইজড AC রেলওয়ে টার্মিনাল উদ্বোধন করা হবে কোথায়?
ⓐ হায়দ্রাবাদ
ⓑ বেঙ্গালুরু
ⓒ বিশাখাপত্তনম
ⓓ মুম্বাই
4.সম্প্রতি নবম বার Australian Open টাইটেল জিতলো কোন টেনিস তারকা?
ⓐ Daniil Medvedev
ⓑ Novak Djokovic
ⓒ Alexander Zverev
ⓓ Aslan Karatsev
5.সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোথায় ‘e-Kuber’ পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো?
ⓐ লাদাখ
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ হিমাচলপ্রদেশ
ⓓ নাগাল্যান্ড
6.সম্প্রতি ভারতের সঙ্গে ভিসা ফেসিলিটি এবং লেদার টেকনোলজির উপর চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ?
ⓐ নেপাল
ⓑ ইথিওপিয়া
ⓒ বাংলাদেশ
ⓓ ইজরায়েল
7.সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধাম্মিকা প্রসাদ কোন দেশের দ্রুতগামী বোলার?
ⓐ পাকিস্তান
ⓑ শ্রীলংকা
ⓒ ভারত
ⓓ বাংলাদেশ
8.‘Rashtra Pratham – 82 Varshon ki Swarnim Gatha’-শিরোনামে বই রিলিজ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ অমিত শাহ
ⓒ রামনাথ কোবিন্দ
ⓓ রাজনাথ সিং
9.All India Radio News-এর চিফ ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সতীশ কে. যাদব
ⓑ এন. বেনুধর রেড্ডি
ⓒ বি. এন. রায়
ⓓ জগদীশ ভাটনগর
10.‘World Solar Bank’ লঞ্চ করতে চলেছে কোন আন্তর্জাতিক সংস্থা?
ⓐ ISA
ⓑ UNDP
ⓒ WHO
ⓓ ONGC
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link