16th January Daily Current Affairs in Bengali
![]() |
Daily Current Affairs in Bengali |
ⓐ বিনয় কুমার
ⓑ দুষ্যন্ত দাভে
ⓒ অক্ষয় প্যাটেল
ⓓ প্রকাশ স্বরূপ
2.সম্প্রতি কোন কোম্পানীর নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন Pat Gelsinger?
ⓐ IBM
ⓑ Intel
ⓒ AMD
ⓓ Asus
3.ভারতের প্রথম দেশীয় ‘9mm Machine Pistol’ তৈরী করলো কোন সংস্থা?
ⓐ Indian Navy
ⓑ DRDO
ⓒ Indian Army
ⓓ Indian Air Force
4.51st International Film Festival of India (IFFI)-তে কোন বাঙালী চলচ্চিত্র পরিচালকের কর্মকান্ডকে সম্মান জানানো হবে?
ⓐ মৃনাল সেন
ⓑ সত্যজিৎ রায়
ⓒ ঋতুপর্ণ ঘোষ
ⓓ ঋত্বিক ঘটক
5.ভারতে Tesla কোম্পানীর প্রথম বৈদ্যুতিক গাড়ি কারখানা স্থাপন করা হলো কোথায়?
ⓐ গান্ধীনগর
ⓑ বেঙ্গালুরু
ⓒ হায়দ্রাবাদ
ⓓ মুম্বাই
6.সমগ্র ভারতের মোট কত গুলি জেলায় ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’-র তৃতীয় দফা লঞ্চ করা হল?
ⓐ ৪৫০
ⓑ ৬০০
ⓒ ৫০০
ⓓ ২৩০
7. সম্প্রতি ‘Air Taxi’ পরিষেবা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ হরিয়ানা
ⓑ পাঞ্জাব
ⓒ কেরালা
ⓓ গুজরাট
8.ভারতীয় স্টেট ব্যাঙ্কের সহযোগিতায় ‘ঋণ সমাধান যোজনা’-র মাধ্যমে উপকৃত হচ্ছে কোন রাজ্যের কৃষক সম্প্রদায়?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মহারাষ্ট্র
ⓒ পাঞ্জাব
ⓓ হরিয়ানা
9.‘SKOCH Challenger Award’-এ সম্মানিত হচ্ছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
ⓐ রাজনাথ সিং
ⓑ অর্জুন মুন্ডা
ⓒ নরেন্দ্র সিং তমার
ⓓ ধর্মেন্দ্র প্রধান
10.‘Ease of Doing Business Reforms’ বাস্তবায়নকারী অষ্টম রাজ্য কোনটি?
ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা
ⓒ মনিপুর
ⓓ অরুনাচল প্রদেশ
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link