Breaking







Tuesday, December 29, 2020

WBP Constable Syllabus in Bengali PDF

WBP Constable Syllabus in Bengali PDF

WBP Constable Syllabus in Bengali PDF Download
WBP Constable Syllabus in Bengali
Hello Friends,
আজ WBP Constable Syllabus in Bengali PDFটি উপস্থাপন করছি, যেটিতে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের সম্পূর্ণ সিলেবাস বাংলা ভার্সনে দেওয়া আছে। প্রায় প্রতি বছরই WBP Constable নিয়োগ হয়।সুতরাং দেরী যারা এই প্রথমবার এই পরীক্ষা দেবেন, তারা এখান থেকে সব খুঁটিনাটি জেনে নিন। সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে।

WBP Constable

☑ মাধ্যমিক পাশ যোগ্যতায় পরীক্ষায় বসতে পারবেন
☑ ১৮-২৭ বছর বয়স পর্যন্ত এই পরীক্ষা দিতে পারবেন (সংরক্ষিত জাতিরা বয়সের ছাড় পান, SC/ST- ৫ বছর OBC A&B-৩ বছর)
☑ এই পরীক্ষাটির নিয়োগের জন্য মোট যে পর্যায় অতিক্রম করতে হবে-- প্রিলিমিনারী লেখা পরীক্ষা, PET/PMT, ফাইনাল লেখা পরীক্ষা এবং ইন্টারভিউ
☑ প্রিলি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য ১ মার্কস বরাদ্দ
☑ প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ মার্কস কাটা যাবে
☑ প্রিলি পরীক্ষায় পাশ করার পর ক্যান্ডিডেটকে  PET/PMT পরীক্ষা দিতে হবে
☑ PET/PMT পরীক্ষায় সফল ক্যান্ডিডেটরা ফাইনাল বা মেইন লেখা পরীক্ষায় অংশ নেবেন
☑ ফাইনাল বা মেইন লেখা পরীক্ষায় মোট ৮৫টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য ১ মার্কস বরাদ্দ
☑ এখানেও প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ মার্কস কাটা যাবে
☑ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য ডাক পাবেন
☑ ইন্টারভিউ জন্য বরাদ্দ মোট ১৫ মার্কস
☑ এরপর ফাইনাল লেখা পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত মার্কসের ভিত্তিতে ক্যান্ডিডেট এই কনস্টেবল পদের জন্য নির্বাচিত হবেন
☑ পুরুষদের ক্ষেত্রে ৬.৩০ মিনিটে ১৬০০ মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হয়

অফিসিয়াল ওয়েবসাইট::- http://wbpolice.gov.in/
WBP Constable-এর বিশদ তথ্য পিডিএফে আছে

File Details::
File Name: WBP Constable Syllabus in Bengali
File Format: PDF
No. of Pages: 3
File Size: 549 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link