Breaking







Thursday, December 17, 2020

WB Primary TET Practice Set in Bengali Part-7 || প্রাইমারী টেট

WB Primary TET Practice Set in Bengali Part-7

WB Primary TET Practice Set in Bengali Part-7
Primary TET Practice Set in Bengali
Hello Friends,
আজ WB Primary TET Practice Set in Bengali Part-7 পিডিএফটি আপনাদের ফ্রিতে দিচ্ছি, যাতে করে আপনারা আপনাদের প্রস্তুতির পরিমান বা অবস্থা অনুমান করতে পারবেন।এখানে প্রাইমারী টেট-এর ৫টি বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার রয়েছে| আগত Primary TET-এর জন্য এই সেট গুলি খুবই উপযোগী হবে|

 Primary TET Practice Set

1.বুদ্ধির স্যাম্পলিং(Sampling) তত্ত্বের প্রবক্তা কে?
স্টার্ন
গিলফোর্ড
থমসন
স্পিয়ারম্যান

2. শিশুর বৃদ্ধিতে বিশেষ প্রভাব বিস্তার করে-
ভিটামিন
উৎসেচক
হরমোন
হাইড্রোজেন

3. অভ্যাস গঠনের জন্য কোনটি প্রয়োজনীয় নয়?
মানসিক প্রত্যয়
তৎপরতা
অনুশীলন
মূল্যবোধ

4. 'Adolescence' নামক গ্রন্থটির রচয়িতা হলেন-
থর্নডাইক
হারলক
কিলপ্যাট্রিক
স্টেনলি হল

5. শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটায়-
গৃহ
পরিবার
প্রতিবেশী
উপরিউক্ত সবগুলিই

6. ‘কৃষ্ণবর্ণ’ শব্দটি কোন ধরনের সমাস?
রূপক কর্মধারয়
ব্যধিকরণ বহুব্রীহি
সাধারণ কর্মধারয়
সমানাধিকরণ বহুব্রীহি

7. ‘একান্ত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয়-
একা + অন্ত
এক + অন্ত
একা + আন্ত
এর কোনটিই নয়

8. সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
পূর্বাভাস
ছাড়পত্র
ঘুম নেই
হরতাল

9. ব্যাকরণের মূল ভিত্তি কী?
শব্দ
ভাষা
ধ্বনি
বাক্য

10. 'পড়ায় আমার মন বসে না ।' এখানে 'পড়ায়' এর কারক ও বিভক্তি হলো-
কর্মে ৭মী
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
করণে ৭মী

11. He shows great ability_____mathematics.
in
at
of
about

12. One who runs away from justice-
Prisoner
Fugitive
Convict
Accused

13. Which one of the following words is correctly spelt?
Leitenant
Lieutenant
Leftenant
Leftinent

14. Whom does he look for? (Passive Voice)
He is looked after for whom?
Who is looked after for him?
Who is looked for by him?
He is looked after by whom?

15. Sorry I'm late. My car _______ petrol.
ran out
ran out of
ran out on

16. 5টি নম্বরের সমষ্টি 555 । প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 । শেষ দুটি নম্বরের গড় কত ?
145
290
265
150

17. দুই ব্যক্তির বয়সের অনুপাত 5: 9 এবং একজনের বয়স অন্যজন অপেক্ষা 36 বছর বেশি । তাদের বয়সের সমষ্টি হবে -
72 বছর        
126 বছর        
180 বছর       
162 বছর

18. যে ট্রেনের গতিবেগ ঘণ্টায় 25 কিলোমিটার সেই ট্রেন 600 কিলোমিটার ভ্রমণ করতে কত সময় নেবে?
22 ঘণ্টা
21 ঘণ্টা
28 ঘণ্টা
24 ঘণ্টা

19. একটি কলম 210 টাকায় বিক্রি করে 40% লাভ হল। পেনটির ক্রয়মূল্য কত?
150 টাকা
140 টাকা
200 টাকা
170 টাকা

20. দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ও দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল ও গুণফল কত?
108, 1067
118, 1888
120, 1211
108, 1867

21. Logos শব্দটির অর্থ কী?
বাসস্থান
জ্ঞান
বাস্তু
পরিবেশ

22. বর্তমানে বনভূমি সংরক্ষিত আছে পশ্চিমবঙ্গের-
বান্ধবগড়ে
জলদাপাড়ায়
সজনেখালিতে
করবেটে

23. 'Agenda 21' নিম্নের কোন সম্মেলনে গৃহিত হয়?
স্টকহোম
বসুন্ধরা
গ্রীনপিস
কোনটিই নয়

24. চিপকো কথার অর্থ কী?
জড়িয়ে ধরা
ছেদন করা
রোপন করা
কোনটিই নয়

25. আমরা বায়ুমন্ডলের কোন স্তরে বসবাস করি?
স্ট্র্যাটোস্ফিয়ার
আয়নোস্ফিয়ার
ওজনস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
সমস্ত সেটটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: TET Set-7
File Format: PDF
No. of Pages: 3
File Size: 523 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link