Breaking







Thursday, December 3, 2020

NTPC Exam Syllabus in Bengali PDF

RRB NTPC Exam Syllabus in Bengali PDF

NTPC Exam Syllabus in Bengali PDF Download
NTPC Exam Syllabus in Bengali

নমস্কার বন্ধুরা,
আজ RRB NTPC Exam Syllabus in Bengali PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। RRB NTPC 2020 পরীক্ষা শুরু হবে ২৮শে ডিসেম্বর থেকে মার্চ ২০২১ পর্যন্ত চলবে এই পরীক্ষা। বিভিন্ন শিফটে এই পরীক্ষা চলতে থাকবে। পরীক্ষার ধরন সম্পর্কে অবহিত হতে Syllabusটি ডাউনলোড করে নিন।

NTPC CBT-1 পরীক্ষার প্যাটার্ন:
বিষয়প্রশ্নমার্কসসময়
জেনারেল অ্যাওয়ারনেস৪০টি৪০৯০
গণিত৩০টি৪০মি
রিজনিং৩০টি৩০নি
মোট১০০টি১০০

  • প্রতিটি প্রশ্নের জন্য ১ নাম্বার
  • নেগেটিভ মার্কিং এর জন্য বরাদ্দ ০.৩৩ নাম্বার
  • স্টেজ-১ সমস্ত পোস্টের জন্য সাধারণ 
  • স্টেজ-১-এর নাম্বার নর্মালাইজড করা হবে

NTPC CBT-2 পরীক্ষার প্যাটার্ন:
বিষয়প্রশ্নমার্কসসময়
জেনারেল অ্যাওয়ারনেস৫০টি৫০৯০
গণিত৩৫টি৩৫মি
রিজনিং৩৫টি৩৫নি
মোট১২০টি১২০

  • প্রতিটি প্রশ্নের জন্য ১ নাম্বার
  • নেগেটিভ মার্কিং এর জন্য বরাদ্দ ০.৩৩ নাম্বার
  • স্টেজ-২ পোস্ট ভিত্তিক পরীক্ষা
  • স্টেজ-২ নাম্বারও নর্মালাইজড করা হবে

স্টেজ-২ পরীক্ষার পরে কম্পিউটার টেস্ট/স্কিল টেস্ট/ডি.ভি. রাউন্ড হবে

RRB NTPC Syllabus 2020 (CBT 1 and 2)


RRB NTPC গণিতের সিলেবাস:

❏ নাম্বার সিস্টেম
❏ সরল ও জটিল সুদ
❏ অনুপাত ও সমানুপাত
❏ লসাগু ও গসাগু
❏ সময় ও কার্য
❏ লাভ-ক্ষতি
❏ শতকরা
❏ দশমিক
❏ ভগ্নাংশ
❏ সময় ও দুরত্ব
❏ পরিমিতি
❏ জ্যামিতি
❏ ত্রিকোণমিতি
❏ বীজগণিত
❏ স্ট্যাটিসটিক

RRB NTPC জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং সিলেবাস

☑ সাদৃশ্যতা
☑ পাজল টেস্ট
☑ অনুমান বাক্য
☑ ভেনচিত্র
☑ সিদ্ধান্ত
☑ কোডিং এবং ডিকোডিং
☑ সাদৃশ্যতা ও বৈসাদৃশ্যতা
☑ অ্যানালিটিকাল রিজনিং
☑ ডেটা সাফিয়েন্সী
☑ বিবৃতি ও সিদ্ধান্ত
☑ বিবৃতি ও কার্যধারা
☑ বর্ণ ও সংখ্যা শ্রেণী
☑ গাণিতিক ক্রিয়া
☑ রক্তের সম্পর্ক
☑ ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ
☑ জাম্বলিং
☑ মানচিত্র
☑ গ্রাফের ব্যাখ্যা

RRB NTPC:: জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস

❖ ভারতীয় সাহিত্য
❖ ভারতীয় সংস্কৃতি ও শিল্পকলা
❖ ভারতীয় পরিবহন ব্যবস্থা
❖ সরকারী প্রকল্প সমূহ
❖ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা
❖ ভারত এবং বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব
❖ কারেন্ট অ্যাফেয়ার্স
❖ ভারতের স্বাধীনতা সংগ্রাম
❖ ভারতীয় মনুমেন্টস ও প্রসিদ্ধ স্থান
❖ ভারতীয় অর্থনীতি
❖ পরিবেশ সংক্রান্ত
❖ খেলাধুলা
❖ জেনারেল সাইন্স
❖ সংক্ষিপ্ত রূপ
❖ বেসিক কম্পিউটার 
❖ ভারতের পাবলিক সেক্টর সংস্থা
❖ ভারতীয় রাষ্ট্রনীতি ও সংবিধান

File Details::
File Name: NTPC Syllabus in Bengali
File Format: PDF
No. of Pages: 2
File Size: 432 KB

Click Here to Download

আরো ডাউনলোড::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link