Breaking







Friday, December 4, 2020

Bengali GK Capsule Part-94 for Competitive Exams

Bengali GK Capsule Part-94 for Competitive Exams

Bengali GK Capsule Part-94 for Competitive Exams

1.দিহং ও দিবং কোন নদীর দুটি উপনদী?
Ans:-ব্রহ্মপুত্র

2.ভারতের কোন অঞ্চলে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত?
Ans:-হিমালয়ের উত্তর ঢালে তিব্বতে

3.কোন গিরিপথ দিয়ে জম্মু থেকে শ্রীনগর যাওয়া যায়?
Ans:-বানিহাল গিরিপথ (জহর সুড়ঙ্গ)

4.কী থেকে স্যাকারিন প্রস্তুত করা হয়?
Ans:-টলুইন

5.হ্যাফনিয়াম মৌলের অপ্রচলিত নাম কী?
Ans:-সেলটিয়াম

6.কুরিয়ামের উপর নিউট্রনের আঘাতে কোন মৌল প্রস্তুত করা হয়?
Ans:-বার্কেলিয়াম

7.খিলজী বিপ্লবের নায়ক কে?
Ans:-জালালউদ্দিন

8.মারাঠা প্রধানমন্ত্রীকে কী বলা হত?
Ans:-পেশবা

9.বাংলার আকবর কাকে বলা হয়?
Ans:-আলাউদ্দিন হুসেন শাহ

10.কোন উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম?
Ans:-স্বর্ণলতা

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link