Breaking







Monday, December 21, 2020

Bengali GK Capsule 106 || জিকে

Bengali GK Capsule 106 || জিকে

Bengali GK Capsule 106  জিকে

1.'কচ্ছ' শব্দের অর্থ কী?
Ans:-জলাময় দেশ

2.সরোদ বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে?
Ans:-৬টি

3.আফ্রিকায় কোন হিংস্র প্রাণীর সন্ধান মিলবে না?
Ans:-বাঘ

4.কোন একনায়ক 'ফুরিয়ার' নামে অভিহিত ছিলেন?
Ans:-হিটলার

5.কোন দেবতা ভেঙ্কটেশ্বর নামে পূজিত হন?
Ans:-বিষ্ণু

6.ভারতরত্ন সম্মানে ভূষিতা প্রথমমহিলা কে?
Ans:-ইন্দিরা গান্ধী

7.সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে শতরান করেন কে?
Ans:-মহম্মদ আশরাফুল

8.কবে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়?
Ans:-১৯৬৩ সালের ৩১শে জানুয়ারী

9.আমির খসরু কোন ধরনের গানের স্রষ্টা?
Ans:-গজল

10.গঙ্গা ও যমুনার মধ্যবর্তী উর্বর অঞ্চলের নাম কী?
Ans:-দোয়াব

3 comments:

  1. অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর App তৈরি করার জন্য.যার দ্বারা সবাই উপকৃত হবে .

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dont Leave Any Spam Link