আকবরের নবরত্ন এর নাম তালিকা
![]() |
আকবরের নবরত্ন |
নমস্কার বন্ধুরা,
আজ আকবরের নবরত্নের নাম তালিকাটি শেয়ার করছি, যেটিতে আকবরের রাজসভায় উপস্থিত নয়জন জ্ঞানী তথা নবরত্নের নাম তালিকাকারে দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসের অংশ হিসাবে এহান থেকে প্রশ্ন আসে। যেমন- আকবরের সেনাপতির নাম কী? তাই আকবরের নবরত্ন কারা তালিকাটি পড়ে নিন।
আকবরের নবরত্ন সভা
নবরত্ন | পারদর্শিতা |
---|---|
আবুল ফজল | সাহিত্য |
টোডরমল | অর্থনীতি |
ফৈজি | সাহিত্য |
মোল্লা দো পেয়াজা | পরামর্শদাতা |
আব্দুল রহিম খান | পার্সি, হিন্দি কবি |
বীরবল | হাস্যকৌতুক |
তানসেন | সঙ্গীত |
ফকির আজিওদ্দিন | পরামর্শদাতা |
রাজা মান সিংহ | প্রধান সেনাপতি |
স্ক্রিনশট তুলে নিন
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link