Breaking







Wednesday, November 29, 2023

পশ্চিমবঙ্গের সেতু তালিকা PDF || ব্রিজ

পশ্চিমবঙ্গের সেতু তালিকা PDF

পশ্চিমবঙ্গের সেতু তালিকা PDF
পশ্চিমবঙ্গের সেতুর নাম
Hello Friends,
আজ পশ্চিমবঙ্গের সেতু তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে পশ্চিমবঙ্গে অবস্থিত উল্লেখযোগ্য ব্রিজ বা সেতুর নাম, কোন নদীর অবস্থিত এবং কোন কোন জায়গাকে সংযোগ করেছে তার তালিকা সুন্দরভাবে দেওয়া হয়েছে|কারণ, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসছে। যেমন:- পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? ফারাক্কা সেতুর দৈর্ঘ্য কত? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের বিভিন্ন সেতুর নাম 

সেতুর নামনদীঅবস্থান
জয়ী সেতু
(২৭০৯ মি.)
তিস্তা হলদিবাড়ি ও মেখলিগঞ্জ
ফারাক্কা সেতু
(২৩০৪ মি)
গঙ্গাফারাক্কা
রবীন্দ্র সেতু
(৭০৫ মি.)
হুগলীহাওড়া-কলকাতা
বিদ্যাসাগর সেতু
(৮২৩ মি.)
হুগলীহাওড়া-কলকাতা
বিবেকানন্দ সেতু
(৯০২ মি.)
হুগলীবালি-দক্ষিনেশ্বর
নিবেদিতা ব্রিজ
(৮৮০ মি.)
হুগলীহাওড়া-কলকাতা
ঈশ্বরগুপ্ত সেতু
(১০৫৬ মি.)
হুগলীবাঁশবেড়িয়া-কল্যানী
জঙ্গলকন্যা সেতু
(১৪৭২ মি.)
সুবর্ণরেখানয়াগ্রাম
সম্প্রীতি ব্রিজ
(৪১৭মি.)
হুগলীগরিফা-হুগলীঘাট
করোনেশন ব্রিজ
তিস্তাদার্জিলিং-কালিম্পং
জুবিলি ব্রিজ
হুগলীনৈহাটি-ব্যান্ডেল
মাতলা ব্রিজ
(৬৪৪ মি.)
মাতলাক্যানিং-বাসন্তী
মাতঙ্গিনী সেতুহলদিনরঘাট
দুর্গাপুর ব্যারেজ
(৬৯২ মি.)
দামোদরদুর্গাপুর

রবীন্দ্র সেতুর পূর্বনাম ছিল হাওড়া ব্রিজ| ১৯৬৫ সালের ১৪ই জুন এটি পরিবর্তন করে রবীন্দ্রনাথের নামে রাখা হয়।
বিদ্যাসাগর সেতুর অপর নাম দ্বিতীয় হুগলী সেতু। 
❏ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু, যেটি কোচবিহার জেলায় অবস্থিত।

সেতুর সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: পশ্চিমবঙ্গের সেতু তালিকা 
File Format: PDF
No. of Pages: 1
File Size: 319 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link