গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর
![]() |
গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর |
Hello Aspirants,
আজ গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর পর্ব-১ PDFটি শেয়ার করছি, যেটিতে ভারত সহ পৃথিবীর ভূগোল থেকে প্রশ্ন এবং সঙ্গে উত্তরও রয়েছে। WBCS-সহ যাবতীয় চাকরীর পরীক্ষাতে ভূগোল থেকে প্রশ্ন আসে। তাই দেরী না করে নীচ থেকে প্রশ্ন গুলি পড়ে নিন এবং পিডিএফটিও সংগ্রহ করে নিন বিনামূল্যে।
গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর
1.ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Ans:- K2।
2.গডউইন অস্টিনের অন্য নাম কী?
Ans:- K2.
3.K2 কথার অর্থ কী?
Ans:- King of Karakoram.
4.ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
Ans:- কাঞ্চনজঙ্ঘা।
5.উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে ক’টি ভাগে ভাগ করা হয়?
Ans:- ৪ ভাগে।
6.ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কী?
Ans:- লিওপারগেল।
7.‘দুন’ কী?
Ans:- হিমালয়ের উপত্যকা অঞ্চল।
৪. হিমালয়ের কয়েকটি হ্রদের নাম কী কী?
Ans:- রাক্ষসতাল, মানস সরোবর, নওকুচিতাল, নৈনিতাল, সাততাল, রূপকুণ্ড ও গৌরীকুণ্ড।
9.‘আফ্রিকান ইন’ কোন দেশকে বলা হয়?
Ans:- সোমালিয়া।
10. ভারতের কোন রাজ্যে ‘সাইলেন্ট ভ্যালি’ আছে?
Ans:- কেরালায়।
11. এলিফ্যান্ট ফলস, বিডল ফলস, সুইট ফলস ও বিশপ ফলস কোথায় আছে?
Ans:- শিলংয়ে।
12. ভারতের কোন মশলা সবচেয়ে দামি?
Ans:- জাফরান (কাশ্মীরে চাষ হয়)।
13. ভারতে তিনটি নৌ-বিমান ঘাঁটি কোথায় আছে?
Ans:- কোচি, গোয়া ও পোর্ট ব্লেয়ারে।
14. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হল ওয়াশিংটন ডিসি। এই ‘ডিসি’ কথার অর্থ কী?
Ans:- ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া।
15. জয়পুর শহরের নাম আগে কী ছিল?
Ans:- অম্বর
16. ‘পিপলস স্কোয়ার’ কোথায় আছে?
Ans:- চিনের সাংহাই শহরে'
17. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহর কোনটি?
Ans:- ফুন্টশিলিং।
18. নেপালে শিবালিক পর্বতশৃঙ্গ কী নামে পরিচিত?
Ans:- চুরিয়ামুরিয়া।
19. নয়াচর দ্বীপটি স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
Ans:- অগ্নিমারীচর।
20. নয়াচর দ্বীপে লোকসংখ্যা এখন কত?
Ans:- প্রায় ৪,০০০ জন।
21. নয়াচর দ্বীপে মৌজার সংখ্যা কটি?
Ans:- একটিও নেই।
22. নয়াচর দ্বীপে মানুষের প্রধান জীবিকা কী?
Ans:- মাছ ও কাকড়া ধরা।
23. ভারতের কোথায় বিমানপোত তৈরির কারখানা আছে?
Ans:- কর্ণাটকের বেঙ্গালুরুতে।
24. ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কারা তৈরি করে?
Ans:- জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
25. ভারতের বিষয়ভিত্তিক মানচিত্র কারা তৈরি করে?
Ans:- National Atlas and Thematic Mapping Org.
26. ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র কোথায় আছে?
Ans:- তারাপুরে।
27. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
Ans:- মালদ্বীপ।
28. ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?
Ans:- আরাবল্লী।
29. শিলং ছাড়া ভারতের আর কোথায় বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায়?
Ans:- পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে।
30. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?
Ans:- সিকিম।
31. বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি?
Ans:- টাঙ্গানিকা।
32. ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটি?
Ans:- ল্যাডোগা।
33. আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি?
Ans:- সুপিরিয়র।
34. বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদ কোথায় আছে?
Ans:- ভানগালু (তুরস্ক)।
35. ভারতের হেক্টর প্রতি উৎপাদন কোন রাজ্যে বেশি?
Ans:- তামিলনাড়ু।
36. টোডা উপজাতি ভারতের কোথায় দেখা যায়?
Ans:- নীলগিরি পার্বত্য অঞ্চলে।
37. ফরাক্কা বাঁধ কোন দু’টি নদীর জল নিয়ন্ত্রণ করে?
Ans:- গঙ্গা ও পদ্মা
38. গ্র্যান্ডব্যাঙ্ক মগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায়?
Ans:- আটলান্টিক মহাসাগরে।
39. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?
Ans:- পোর্ট ব্লেয়ার।
40. ভারতের কোথায় কোথায় প্রবাল দেখা যায়?
Ans:- তামিলনাড়ু ও আন্দামান উপকূলে।
41. রামেশ্বরম মন্দির কোন রাজ্যে আছে?
Ans:- তামিলনাড়ু।
42. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়?
Ans:- জেমু হিমবাহ।
43. গঙ্গার উৎসের কাছের জলপ্রপাতটির নাম কী?
Ans:- গঙ্গাবতরন।
44. পূর্ণা, সিনা, বোরাই নদী কোন নদীর উপনদী?
Ans:- তাপ্তী।
45. ‘ভারতের খনিজভাণ্ডার’ কাকে বলে?
Ans:- ছোটনাগপুর মালভূমিকে।
46. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভূমি?
Ans:- লাভা দিয়ে তৈরি।
47. ছোটনাগপুরে কী জাতীয় লাভা দেখা যায়?
Ans:- গ্রানাইটিক।
48. কোন পর্বতকে ‘জাপানি আল্পস' বলা হয়?
Ans:- হিডা পর্বত।
49. কোন মেঘে বৃষ্টি হয়?
Ans:- কিউমুলোনিম্বাস।
50. জিপসাম খনিজটি কী কাজে ব্যবহৃত হয়?
Ans:- সিমেন্ট, ও প্লাস্টার অফ প্যারিস তৈরির কাজে।
সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে
File Details::
File Name: Geography Part-1
File Format: PDF
No. of Pages:2
File Size: 405KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link