Daily Current Affairs in Bengali 14th November
![]() |
Daily Current Affairs in Bengali |
ⓐ ১২ই জানুয়ারী
ⓑ ১৪ই নভেম্বর
ⓒ ১৫ই নভেম্বর
ⓓ ৪ঠা অক্টোবর
2.ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম স্থাপিত হচ্ছে মহীশূর শহরে, এটি কোন রাজ্যে অবস্থিত?
ⓐ কেরালা
ⓑ কর্নাটক
ⓒ তামিলনাড়ু
ⓓ তেলেঙ্গানা
3.‘I Am No Messiah’-শিরোনামে আত্মজীবনী লিখছেন কোন বলিউড অভিনেতা?
ⓐ আমির খান
ⓑ আয়ুষ্মান খুরানা
ⓒ সোনু সুদ
ⓓ অমিতাভ বচ্চন
4.গুরগাঁও-তে ‘Project Air Care’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ গুজরাট
ⓑ পাঞ্জাব
ⓒ হরিয়ানা
ⓓ রাজস্থান
5.সম্প্রতি প্রয়াত Sanchaman Limboo, কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
ⓐ সিকিম
ⓑ বিহার
ⓒ মনিপুর
ⓓ নাগাল্যান্ড
6.নিউ দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে কোন বিখ্যাত ব্যক্তির মূর্তি উন্মোচন করলেন নরেন্দ্র মোদী?
ⓐ জওহরলাল নেহেরু
ⓑ স্বামী বিবেকানন্দ
ⓒ রামকৃষ্ণ
ⓓ সুভাষচন্দ্র বসু
7.করোনা ভাইরাস ছড়ানো রুখতে পাবলিক ক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ করলো কোন দেশের সরকার?
ⓐ ইরান
ⓑ তুর্কি
ⓒ আফগানিস্তান
ⓓ ইজিপ্ট
8.সম্প্রতি Sheikh Salman Bin Hamad Al-Khalifa কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ সৌদি আরব
ⓑ পাকিস্তান
ⓒ বাহরাইন
ⓓ ইন্দোনেশিয়া
9.‘আত্মনির্ভর ভারত রোজগার যোজনা’-র ঘোষণা করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ নির্মলা সিথারামন
ⓒ স্মৃতি ইরানী
ⓓ রাজনাথ সিং
10.2022 T20 World Cup পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?
ⓐ আবর আজম
ⓑ ইউনিস খান
ⓒ হায়দার আলী
ⓓ শোয়েব মালিক
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link