Breaking







Wednesday, November 25, 2020

Bengali GK Capsule Part-85 for Exams

Bengali GK Capsule Part-85 for Exams

Bengali GK Capsule Part-85 for Exams

1.অক্ষাংশের বিচারে ভারত কোন গোলার্ধে অবস্থিত?
Ans:-উত্তর

2.দ্রাঘিমার বিচারে ভারত কোন গোলার্ধে অবস্থিত?
Ans:-পূর্ব

3.কোন দেশকে 'স্বর্ণ প্যাগোডার দেশ' বলে?
Ans:-মায়ানমার

4.বিশুদ্ধ লোহার রং কেমন?
Ans:-ধূসর সাদা

5.চিলি সল্টপিটার কোন যৌগের অপর নাম?
Ans:-সোডিয়াম নাইট্রেট

6.ম্যাগনেশিয়াম প্রথম আবিস্কার করেন কে?
Ans:-হামফ্রে ডেভি

7.আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
Ans:-বেদ

8.হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
Ans:-আলেকজান্ডার ও পুরু

9.রক্ততঞ্চনে সহায়তা করে কোন প্রোটিন?
Ans:-ফাইব্রিনোজেন প্রোটিন

10.উদ্ভিদের খাদ্য সংবহন কোন কলার মাধ্যমে হয়?
Ans:-ফ্লোয়েম কলা

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link