Breaking







Sunday, November 8, 2020

Bengali GK Capsule Part-68 for Competitive Exams

Bengali GK Capsule Part-68 for Competitive Exams

Bengali GK Capsule Part-68 for Competitive Exams
Bengali GK Capsule Part-68

1.স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?
Ans:-বি.আর আম্বেদকর

2.কোন সালে ভারতে মিশ্র অর্থনীতির কথা ঘোষণা করা হয়?
Ans:-১৯৫২ সালে

3.কোন অভয়ারন্যটি হাতির জন্য বিখ্যাত?
Ans:-পেরিয়ার

4.সিয়াচেন হিমবাহটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Ans:-লাদাখ

5.ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি?
Ans:-নীলদর্পন

6.পান্না হীরক খনি কোথায় অবস্থিত?
Ans:-মধ্যপ্রদেশ

7.অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত?
Ans:-শ্বেত বিপ্লব(দুধ)

8.ইথিলিন গ্যাস কী কাজে ব্যবহৃত হয়?
Ans:-ফল পাকাতে

9.আলেকজান্ডারের সেনাপতির নাম কী ছিল?
Ans:-সেলুকাস

10.ম্যাডোনা ছবিটি কে এঁকেছিলেন?
Ans:-রাফায়েল

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link