Bengali GK Part-33 for Competitive Exams

1.কুষাণ বংশের কোন রাজাকে দ্বিতীয় অশোক বলা হয়?
Ans:-কনিষ্ককে
2.গৌতম বুদ্ধের দেহত্যাগকে বৌদ্ধরা কী বলেন?
Ans:-মহাপরিনির্বাণ
3.বজ্রসূচী কার রচনা?
Ans:-অশ্বঘোষ
4.কোন উৎসেচক শিশুদেহে দুগ্ধ প্রোটিন পরিপাক করে?
Ans:-রেনিন
5.কোন যন্ত্রের সাহায্যে রেশম মথের সুতো নির্গত করা হয়?
Ans:-স্পিনারেট
6.জার্মান সিলভারের উপাদান গুলি কী কী?
Ans:-তামা, দস্তা ও নিকেল
7.আলোর পরিমাণের একক কী?
Ans:-লাক্স
8.ধান উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?
Ans:-চীন
9.গ্র্যান্ডব্যাঙ্ক মগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায়?
Ans:-আটলান্টিক মহাসাগর
10.ভারতের গণপরিষদের প্রথম উপদেষ্টা কে ছিলেন?
Ans:-বেনেগাল নরসিং রাও
কীভাবে GK ক্যাপসুল পর্ব download করবো
ReplyDelete