Breaking







Friday, September 18, 2020

Bengali GK Part-30 | বাংলা জিকে পর্ব-৩০

Bengali GK Part-30 | বাংলা জিকে পর্ব-৩০

Bengali GK Part-30  বাংলা জিকে পর্ব-৩০
Bengali GK Part-30

1.রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়?
Ans:-তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন

2.রান্নার গ্যাসে কী কী উপাদান থাকে?
Ans:-বিউটেন ও প্রোপেন

3.অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে?
Ans:-অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

4.ঝিনুকের কোন গ্রন্থি মুক্তা উৎপাদনে সহায়ক?
Ans:-ন্যাক্রে গ্রন্থি

5.সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়?
Ans:-ব্যারাকপুরে

6.কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Ans:-১৮৩৫ সালে

7.সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে?
Ans:-স্বামী দয়ানন্দ সরস্বতী

8.ক্যান্টারবেরি কোথাকার তৃণভূমি?
Ans:-নিউজিল্যান্ড

9.মাসাই কোথাকার উপজাতি?
Ans:-পূর্ব আফ্রিকা

10.জিপসাম খনিজটি কী কাজে ব্যবহৃত হয়?
Ans:-সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link