Breaking







Wednesday, September 16, 2020

Bengali GK Part-28 | বাংলা জিকে পর্ব-২৮

Bengali GK Part-28 | বাংলা জিকে পর্ব-২৮

Bengali GK Part-28 | বাংলা জিকে পর্ব-২৮
Bengali GK

1.মস্তিষ্কের আবরণীর নাম কী?
Ans:-মেনিনজেস

2.পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে?
Ans:-বহরমপুরে

3.মানুষের প্রতি হাতে কতগুলি হাড় থাকে?
Ans:-২৭টি

4.কোন প্রাণীর রক্তের রং বেগুনি?
Ans:-গোলকৃমি

5.এলাহাবাদের বিখ্যাত কুম্ভ মেলা কোন রাজার আমলে চালু হয়েছিল?
Ans:-হর্ষবর্ধন

6.প্রথম হরি হর রায় কোন বংশের রাজা ছিলেন?
Ans:-সঙ্গম বংশের

7.ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে ছিলেন?
Ans:-ওয়ারেন হেস্টিংস

8.চাপ পরিমাপ করা হয় কোন এককে?
Ans:-পাস্কাল

9.বায়ু প্রবাহ কোন সূত্র মেনে চলে?
Ans:-ফেরেলের সূত্র

10.কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়?
Ans:-নিরক্ষীয় অঞ্চলে


1 comment:

Dont Leave Any Spam Link